আর্তমানবতার সেবায় সৈয়দপুরের ব্যানারে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

 তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

আজ(বুধবার) দুপুরে কক্সবাজারের উখিয়ার বালুখালি এলাকার ধুমধুম ক্যাম্প- ২ এ আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ‘আর্তমানবতার সেবায় সৈয়দপুর’ এর ব্যানারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সেনাাবাহিনীর সহযোগিতায় ৩ হাজার ২ শ’ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আলু,গুঁড়োদুধ, লুঙ্গী ও বিশুদ্ধ পানি। এ সময় আর্তমানবতার সেবায় সৈয়দপুরের পক্ষে মো. আরিফুল ইসরাম আরিফ, সাংভাদিক মো. মিজানুর রহমান মিলন, আব্দুল্লাহ্ -আল- মামুন, জুয়েল ও লিটন প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে মিয়ানমার রাখাইন রাজ্য থেকে সামরিক বাহিনী পৈশাচিক অত্যাচার নির্যাতনে পালিয়ে এসে কক্সবাজারের উখিয়া উপজেলায় আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে সৈয়দপুর থেকে একটি কার্ভার্ড ভ্যানে করে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া হয়। গত সোমবার সকালে ত্রাণ বোঝাই কার্ভার্ড ভ্যানটি ঐতিহ্যবাহী সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের বঙ্গবন্ধু সড়ক থেকে কক্সবাজারের উখিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়াতে ‘আর্তমানবতার সেবায় সৈয়দপুর’ ব্যানারে ওই ত্রাণ সামগ্রী পাঠানো হয় সেখানে।
ত্রাণ সামগ্রী বোঝাই কার্ভার্ড ভ্যানটি কক্সবাজারের উখিয়ার উদ্দেশ্যে যাত্রার প্রাক্কালে এক বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত ওই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 এতে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বজলুর রশীদ, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু, সৈয়দপুর ক্রিকেট ক্লাবের সভাপতি ও আর্তমানবতার সেবায় সৈয়দপুর পাঠানো ত্রাণসামগ্রী কমিটির আহ্বায়ক ব্যবসায়ী হাজী মো. আওরঙ্গজেব, বিশিষ্ট ব্যবসায়ী  আলহাজ্ব মো. ইউসুফ, সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো.আনিছ আনসারী, কামারপুকুর কলেজের প্রভাষক শওকত হায়াৎ শাহ্, সাংবাদিক মিজানুর রহমান মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। শহরের পুরাতন বাবুপাড়াস্থ ইন্টারন্যাশনাল স্কুলের সহকারি শিক্ষক মো. জুলফিকার আলী দোয়া পরিচালনা করেন।  

পুরোনো সংবাদ

নীলফামারী 3651269842189383134

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item