নারী যাত্রীর শ্লীলতাহানী ও ছিনতাই ঘটনায় সৈয়দপুরে বাস টার্মিনাল এলাকায় হকার নিষিদ্ধ

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৮ অক্টোবর॥
এক নারী যাত্রীকে শ্লীলতাহানিসহ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনালে হকার নিষিদ্ধ করেছে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ। আজ শনিবার সকালে ঘটনাটি ঘটে সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায়।
এদিন ভোরে ঢাকা থেকে আসা এক নারী যাত্রী সৈয়দপুর বাস টার্মিনালে নামেন। এ সময় ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে টার্মিনালের টয়লেটে যান। সেখানে অজ্ঞাতপরিচয় এক হকার ওই নারীকে একা পেয়ে শ্লীলতাহানি ঘটিয়ে টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে ওই নারী নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নে অভিযোগ করে।
জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ স¤পাদক আলতাফ হোসেন জানান, অপরাধীর কারণে টার্মিনাল এলাকায় বদনাম মেনে নেওয়া যায়না। তাই প্রকৃত অপরাধী শনাক্ত এবং আইনের আওতায় না আসা পর্যন্ত টার্মিনাল এলাকায় সকল প্রকার  হকার নিষিদ্ধ করা হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 808078271037788794

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item