সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৭ অক্টোবর॥
ট্রেনে কাটা পড়ে মানিক (১৮) নামে এক যুবকের নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুর স্টেশনে প্রবেশকালে শহরের দক্ষিণ আউটার সিগনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মানিক নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের হাতিখানা বানিয়াপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মানিক তার বাড়ির পাশে রেল লাইনে বসে মোবাইল ফোনে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন। এসময় ট্রেনটি দক্ষিণ আউটার সিগনাল এলাকা অতিক্রম করার প্রাক্কালে হর্ণ দিলেও সে শব্দ টের না পাওয়ায় মানিক ট্রেনের ধাক্কায় রেল লাইনের পাশে ছিটকে পড়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পর জরুরী বিভাগের কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
সৈয়দপুর রেলওয়ে জিআরপি থানার ওসি এ,কে,এম লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

পুরোনো সংবাদ

নীলফামারী 8987710498281621747

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item