লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের উদ্যোগে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 লায়ন্স ক্লাব অব সৈয়দপুর ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর গেটওয়ের যৌথ উদ্যোগে দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। অক্টোবর সেবা দ্বি-সপ্তাহ উদ্যাপন উপলক্ষে পক্ষকাল ব্যাপী গৃহিত কর্মসূচি সমাপণী অনুষ্ঠানে ওই সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) রাতে লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে ওই সমাপণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান  মো. মোখছেদুল মোমিন।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি লায়ন  প্রভাষক মো. সাহাবুদ্দিন আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপার্সন  (হেড কোয়ার্টার) লায়ন মো. নজরুল ইসলাম খান কিশোর।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন্স স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান শিল্পপতি লায়ন মো. নজরুল ইসলাম, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু প্রমূখ।
অনুষ্ঠানে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপার্সন (ক্লাবস্) লায়ন অধ্যক্ষ মো. রেয়াজুল আলম রাজু, লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য সুব্রত কুমার রুদ্র, মো. মঈন আলম, লায়ন আজহার রানা, আমন্ত্রিত অতিথি লায়ন্স ক্লাব অব সৈয়দপুর গেটওয়ে সভাপতি লায়ন মো. শফিউল আলম সাজুসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অক্টোবর সেবা দ্বি- সপ্তাহ উদ্যাপন কমিটির আহবায়ক লায়ন মো. আব্দুল মান্নান।
পরে দুস্থদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান দুস্থদের হাতে সেলাই মেশিন তুলে দেন।
সর্বশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। এতে লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন।  সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন লায়ন মো. জাহিদুল ইসলাম সরকার। 

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 2819893421484884825

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item