কক্সবাজারে রোহিঙ্গাদের সাহায্যার্থে ত্রাণ সামগ্রী পাঠালো হলো আর্তমানবতার সেবায় সৈয়দপুর ব্যানারে


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
মিয়ানমার রাখাইন রাজ্য থেকে সামরিক বাহিনী পৈশাচিক অত্যাচার নির্যাতনে পালিয়ে এসে কক্সবাজারের উখিয়া উপজেলায় আশ্রয় গ্রহনকারী রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে সৈয়দপুর থেকে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। আজ (সোমবার) সকালে ত্রাণ বোঝাই একটি কার্ভার্ড ভ্যান ঐতিহ্যবাহী সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের বঙ্গবন্ধু সড়ক থেকে কক্সবাজারের উখিয়ার উদ্দ্যেশে যাত্রা করে। নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়াতে ‘আর্তমানবতার সেবায় সৈয়দপুর” ব্যানারে ওই ত্রাণ সামগ্রী পাঠানো হয়।
ত্রাণ বোঝাই কার্ভার্ড ভ্যানটি কক্সবাজারের উখিয়ার উদ্দেশ্যে যাত্রার প্রাক্কালে এক বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত ওই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 এতে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বজলুর রশীদ, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু, সৈয়দপুর ক্রিকেট ক্লাবের সভাপতি ও আর্তমানবতার সেবায় সৈয়দপুর পাঠানো ত্রাণ কমিটির আহ্বায়ক ব্যবসায়ী হাজী মো. আওরঙ্গজেব, বিশিষ্ট ব্যবসায়ী  আলহাজ্ব মো. ইউসুফ, সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো.আনিছ আনসারী, কামারপুকুর কলেজের প্রভাষক শওকত হায়াৎ শাহ্, সাংবাদিক মিজানুর রহমান মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। শহরের পুরাতন বাবুপাড়াস্থ ইন্টারন্যাশনাল স্কুলের সহকারি শিক্ষক মো. জুলফিকার আলী দোয়া পরিচালনা করেন।
আর্তমানবতার সেবায় সৈয়দপুরের আহ্বায়ক হাজী আওরঙ্গজেবের নেতৃত্বে ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ হাজার ৫ শ’ কেজি আলু, ৫ হাজার ৫০ কেজি চাল, এক হাজার প্যাকেট গুঁড়ো দুধ, ১০ হাজার লিটার পানি, ২শ’ লুঙ্গী, কিছু সংখ্যক মশারি ও নগদ অর্থ। ত্রাণ সামগ্রী বোঝাই কার্ভার্ড ভানটি কক্সবাজারের উখিয়া নিয়ে যাওয়া সহ ত্রাণসামগ্রী বিতরণ কাজে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মো. আরিফ, মামুন, লিটন ও সাংবাদিক মিজানুর রহমান মিলন।
এর আগে কমিউনিটি পুলিশিং ফোরামও সেখানে ত্রান সামগ্রী পৌঁছায়। 

পুরোনো সংবাদ

নীলফামারী 5103960196514066557

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item