পীরগাছায় বাস ট্রাক মুখোমুখী সংঘর্ষ আহত ২৫
https://www.obolokon24.com/2017/10/rangpur_88.html
ফজলুর রহমান,পীরগাছা(রংপুর)
রংপুরের পীরগাছায় যাত্রীবাহী বাস ও ট্রাক মুখমুখী সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় গাইবাব্ধা -- রংপুর সড়কে ঘন্টা সময় ব্যাপী যানবাহন চলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে গাইবান্ধা থেকে রংপুর গামী যাত্রীবাহী একটি বাস(রংপুর-ব ১১০৩৯) উপজেলার বেলতলী নামক স্থানে পৌছলে অপর দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখমুখী সংঘর্ষ বাধে। এতে বাসে থাকা প্রায় ২০ যাত্রী ও ট্রাকে থাকা ৫ জন গুরুত্বর আহত হয়। আহতদের মধ্যে ১২ জনকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও ৮ জনকে মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার পর থেকে ঘন্টাকাল ব্যাপী সড়কটিতে যান চালাচল বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনা স্থলের দায়িত্বে থাকা পীরগাছা থানার এস আই জুয়েল মিয়া জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বাস ও ট্রাকটি দুর্ঘটানা স্থল থেকে উদ্ধার করা হয়েছে।
পীরগাছা থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, দূর্ঘটার পর পরেই ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। যানবাহন চলাচলে যাতে ব্যাঘাত না ঘটে সে জন্য ব্যবস্থা নেয়া হয়েছে।
রংপুরের পীরগাছায় যাত্রীবাহী বাস ও ট্রাক মুখমুখী সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় গাইবাব্ধা -- রংপুর সড়কে ঘন্টা সময় ব্যাপী যানবাহন চলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে গাইবান্ধা থেকে রংপুর গামী যাত্রীবাহী একটি বাস(রংপুর-ব ১১০৩৯) উপজেলার বেলতলী নামক স্থানে পৌছলে অপর দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখমুখী সংঘর্ষ বাধে। এতে বাসে থাকা প্রায় ২০ যাত্রী ও ট্রাকে থাকা ৫ জন গুরুত্বর আহত হয়। আহতদের মধ্যে ১২ জনকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও ৮ জনকে মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার পর থেকে ঘন্টাকাল ব্যাপী সড়কটিতে যান চালাচল বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনা স্থলের দায়িত্বে থাকা পীরগাছা থানার এস আই জুয়েল মিয়া জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বাস ও ট্রাকটি দুর্ঘটানা স্থল থেকে উদ্ধার করা হয়েছে।
পীরগাছা থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, দূর্ঘটার পর পরেই ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। যানবাহন চলাচলে যাতে ব্যাঘাত না ঘটে সে জন্য ব্যবস্থা নেয়া হয়েছে।