রংপুরে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

এস.কে.মামুন-
বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল ও মহানগর যুবদল। অন্যদিকে মহানগর ও জেলা ছাত্রদল এবং  স্বেচ্ছাসেবক দল পৃথকভাবে বিক্ষোভ মিছিল করে। মঙ্গলবার দুপুর ১২ টায় নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলের কার্যালয় থেকে মিছিলটি বাহিরে বের হতে চাইলে মূল ফটকের সামনে তাদের আটকিয়ে  দেয় পুলিশ। পরে সেখানে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সভাপতি এ্যাড.মাহফুজ উন নবী ডন, সিনিয়র সহ-সভাপতি নুরুন্নবী চৌধুরী মিলন,সেক্রেটারী লিটন পারভেজ, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন,অন্যদিকে জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন বিপ্লব প্রমুখ। অন্যদিকে  রংপুর মহানগর ছাত্রদলের আয়োজনে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম, সহ-সভাপতি আবিদ হাসান গুড্ডু, সিরাজ উদ দৌলা ডন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী রাজিব, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম তমাল প্রমুখ। এসময় মহানগরীর ৩৩ টি ওয়ার্ডের ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে রংপুর জেলা ছাত্রদলের আয়োজনে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুলের সভাপতিত্বে ও সেক্রেটারী শরীফ নেওয়াজ জোহার সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহবুব হোসেন সুমন, সহ-সভাপতি জোবায়ের হোসেন রোজু, তৌহিদুল ইসলাম মুসা, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান সুজন, শামীম আহমেদ লিয়ন, মুনতাসির মামুন মুন্না, সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত জীবন প্রমুখ। এসময় জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়র আব্দুস সালাম, যুগ্ন আহবায়ক মতিয়ার রহমান বাবু, মোকছেদুল আরেফীন রুবেল, শাহিনুর রহমান শহিন প্রমুখ।এসময় বক্তারা, তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে বর্তমান সরকার  যে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তা এদেশের গণতন্ত্রকামী মানুষ শক্ত হাতে রূখে দিবে। অবিলম্বে তারেক রহমানের নামে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার না হলে দুর্বার আন্দোলনের মাধ্যমে রংপুর বিভাগ অচল করে দেয়ার হুশিয়ারি উচ্চারন করেন।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 3672821335089053025

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item