পঞ্চগড়ে অসামাজিক কার্যকলাপের সময় আটক

মো: তোতা মিয়া, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে খরিদদার সহ পতিতা আটক করেছে এলাকাবাসী।জানা গেছে পঞ্চগড় আটোয়ারী উপজেলার বার-আউলিয়া বাংলা মার্কেট এলাকায় এ ঘটনাটি ঘটে। সরেজমিনে গিয়ে দেখা গেছে বার-আউলিয়া বাংলা মার্কেট এলাকার ২ সন্তানের জনক অতুল বর্মন(৩৫) নামের এক লম্পট ১৫ শত টাকার বিনিময় মর্জিনা(২৬) নামের এক দেহ ব্যবসায়িকে কন্টাক্ট করে। তারপর অতুল বর্মন ঐ পতিতাকে মটর সাইকেল যোগে বাংলা মার্কেট এলাকার মোমিন নামের একজনের বাড়িতে পতিতা মর্জিনাকে নিয়ে আসে। পরে তাদের অসামাজিক কার্যকলাপ করার সময় এলাকাবাসী তাদের হাতে নাতে আটক করে। জানা গেছে পতিতা মর্জিনা এক সন্তানের জননী। তার স্বামীর নাম মঞ্জুরুল ইসলাম গ্রাম মীরগর, মোমিন পাড়া, ধাক্কামারা ইউপির বাসিন্দা। সে একজন দেহ ব্যবসায়ি, এলাকাবাসী তাদের আটক করলে এলাকায় এ নিয়ে চাঞ্চল্যকর সৃষ্টি হলে এলাকার সচেতন মানুষ সরাসরি আটোয়ারী ইউএনও সারমিন সুলতানাকে অবগত করলে ইউএনও সারমিন সুলতানা ঘটনা স্থলে এসে বিষয়টির সত্যতা জানতে পেরে অপরাধীদেরকে দন্ডবিধি ২৯১ ধারায় ১ মাস করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। আসামীর মধ্যে অতুল বর্মন পলাতক থাকায় ২জন আসামী বাড়ির মালিক ও পতিতা মর্জিনাকে পুলিশ হেফাজত থেকে পঞ্চগড় জেলা কারাগারে প্রেরণ করা হয়। এবং পলাতক অতুল বর্মন যেই দিন ধরা পরবে সেই দিন থেকে তার সাজা বহাল হবে বলে জানিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক ইউএনও শারমিন সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 6179217982113734194

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item