পঞ্চগড় সদর সাব-রেজিষ্ট্রি অফিসে অনিয়মেই যেন নিয়ম
https://www.obolokon24.com/2017/10/panchagar_8.html
সাইদুজ্জামান রেজা,পঞ্চগড় :
পঞ্চগড় সদর উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য নিয়মেই পরিণত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন দলিল লেখক জানান, অফিসের করণিক হাজিবর রহমান দলিল চেক বাবদ প্রতিজনের নিকট প্রতিটি দলিলে সাতশত পঞ্চাশ থেকে আটশত টাকা উৎকোচ গ্রহন করে। বিকাল চারটার পর লেট ফি কোন রশিদ ছাড়াই দুইশত থেকে পাঁচশত টাকা গ্রহণ করে। দলিলের খাজনা খারিজ একটু ত্রুটি থাকলে তিনি সুযোগ বুঝে পাঁচ থেকে সাত হাজার টাকা গ্রহণ করেন। বিভিন্ন জমির শ্রেণী পরিবর্তন করে মোটা অংকের উৎকোচ গ্রহণ করে। দলিল লেখকদের নিকট থেকে দাতা, গ্রহীতার দলিল রশিদ দেওয়ার সময় পঞ্চাশ থেকে একশত টাকা গ্রহণ করে। পঞ্চগড় সদর উপজেলার কাজী পাড়া মৌজার জমি ক্রেতা ইছাহাক আলী জানায়, পঞ্চগড় সদর সাব-রেজিষ্ট্রি অফিসে পদে পদে টাকা দিয়ে জমি রেজিষ্ট্রি করতে হয়। এছাড়া দলিল উত্তোলনের সময় প্রতিটি দলিল বাবদ সরকারী নির্ধারিত ফি বাদে দের থেকে দুই হাজার টাকা গ্রহন করে অফিসের করণিক হাজিবর রহমান। গত কয়েকদিন আগে অফিস করনিক হাজিবর রহমান দলিল উত্তোলনের জন্য জমি ক্রেতার নিকট দের হাজার টাকা দাবী করিলে বিষয়টি নিয়ে পঞ্চগড় সাব-রেজিষ্ট্রি অফিসে হৈ, চৈ শুরু হলে, সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ বিষয়টি সুরাহা করেন। অফিস করণিক হাজিবর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি কৌশলে বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে পঞ্চগড় সদর সাব-রেজিষ্ট্রিার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা দেবদ্যুতি রায় জানায় আমি ভারপ্রাপ্ত হিসেবে একাই তিনটি সাব-রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রারের দায়িত্ব পালন করছি। যদি কোন সমস্যা থাকে তাহলে অফিস করণিকের সাথে কথা বলেন।
পঞ্চগড় সদর উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য নিয়মেই পরিণত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন দলিল লেখক জানান, অফিসের করণিক হাজিবর রহমান দলিল চেক বাবদ প্রতিজনের নিকট প্রতিটি দলিলে সাতশত পঞ্চাশ থেকে আটশত টাকা উৎকোচ গ্রহন করে। বিকাল চারটার পর লেট ফি কোন রশিদ ছাড়াই দুইশত থেকে পাঁচশত টাকা গ্রহণ করে। দলিলের খাজনা খারিজ একটু ত্রুটি থাকলে তিনি সুযোগ বুঝে পাঁচ থেকে সাত হাজার টাকা গ্রহণ করেন। বিভিন্ন জমির শ্রেণী পরিবর্তন করে মোটা অংকের উৎকোচ গ্রহণ করে। দলিল লেখকদের নিকট থেকে দাতা, গ্রহীতার দলিল রশিদ দেওয়ার সময় পঞ্চাশ থেকে একশত টাকা গ্রহণ করে। পঞ্চগড় সদর উপজেলার কাজী পাড়া মৌজার জমি ক্রেতা ইছাহাক আলী জানায়, পঞ্চগড় সদর সাব-রেজিষ্ট্রি অফিসে পদে পদে টাকা দিয়ে জমি রেজিষ্ট্রি করতে হয়। এছাড়া দলিল উত্তোলনের সময় প্রতিটি দলিল বাবদ সরকারী নির্ধারিত ফি বাদে দের থেকে দুই হাজার টাকা গ্রহন করে অফিসের করণিক হাজিবর রহমান। গত কয়েকদিন আগে অফিস করনিক হাজিবর রহমান দলিল উত্তোলনের জন্য জমি ক্রেতার নিকট দের হাজার টাকা দাবী করিলে বিষয়টি নিয়ে পঞ্চগড় সাব-রেজিষ্ট্রি অফিসে হৈ, চৈ শুরু হলে, সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ বিষয়টি সুরাহা করেন। অফিস করণিক হাজিবর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি কৌশলে বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে পঞ্চগড় সদর সাব-রেজিষ্ট্রিার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা দেবদ্যুতি রায় জানায় আমি ভারপ্রাপ্ত হিসেবে একাই তিনটি সাব-রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রারের দায়িত্ব পালন করছি। যদি কোন সমস্যা থাকে তাহলে অফিস করণিকের সাথে কথা বলেন।