পঞ্চগড় চেম্বার নির্বাচনে বিজয়ী হান্নান শেখ প্যানেল-১০ ও অপর প্যানেল-০৫

সাইদুজ্জামান রেজা পঞ্চগড়:
পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন(২০১৭-১৯) সম্পন্ন হয়েছে। গতকাল ৩০শে অক্টোবর সোমবার পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টোডিয়ামে সদস্যদের গোপন ব্যালটে ভোট গ্রহনের মাধ্যমে দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। ভোট গ্রহন অনুষ্ঠানে ৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল দায়িত্ব পালন করেন। ১ হাজার ২৪ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৩০ জন প্রার্থী অংশ গ্রহন করেন। সদস্যদের ভোটে ১৫ জন পরিচালক নির্বাচিত হন। পরিচালক পদে মো: আশরাফুল  আলম পাটোয়ারী ও মো: আব্দুল হান্নান শেখ এর নেতৃত্বে ২ টি প্যানেল ভূক্ত হয়ে ভোট যুদ্ধ অংশে নেন প্রার্থীরা। প্রার্থীরা লিফলেট হ্যান্ডবিল ও নির্বাচনী ইস্তেহার নিয়ে জেলার ৫ উপজেলায় ব্যবসায়ীদের দ্বারে দ্বারে ঘুরছেন ব্যবসায়িদের মন জয় করার চেষ্টা করেছেন। মো: আশরাফুল আলম পাটোয়ারীর ব্যবাসায়ী ঐক্য পরিষদ প্যানেলে ৫ জন পরিচালক নির্বাচিত হন ১। মো: আশরাফুল আলম পাটোয়ারী ২। এটিএম কামরুজ্জামান (শাহানশাহ), ৩। মো: রেজাউল করিম রেজা, ৪। রেজাউল করিম শাহীন, ৫। কুদরত ই খুদা মিলন,  এবং আব্দুল হান্নান শেখ এর জেলা সমন্বিত ব্যবসায়ি ঐক্যমত পরিষদ প্যানেলে ১০ জন পরিচালক নির্বাচিত হন। ১। আব্দুল হান্নান শেখ, ২। ইকবাল কায়সার মিন্টু, ৩। শরীফ হোসেন, ৪। মেহেদী হাসান খান(বাবলা), ৫। শহিদুল ইসলাম, ৬। আ: সামাদ পুলক , ৭। খাজিম উদ্দীন, ৮। মোতালেব হোসেন, ৯। হারুন উর রশিদ (বাবু), ১০। হারুর উর রশিদ সেলিম নির্বাচিত হন। বিজয়ী পরিচালকগন ব্যবসায়ীদের পাশে থাকার অঙ্গীকার করেন এবং এ বিষয়ে নব নির্বাচিত বিজয়ী প্যানেলে নেতা বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর আব্দুল হান্নান শেখ এর সাথে কথা হলে তিনি বলেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে আমি সর্বঙ্গীন ভাবে চেষ্টা করব এবং  সুষ্ঠ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কে ধন্যবাদ জানান।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 5958559304541734696

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item