মহা তাবু জলসার মধ্য দিয়ে শেষ হলো পঞ্চম পঞ্চগড় জেলা স্কাউট সমাবেশ

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা

‘স্কাউটিং করি, সন্ত্রাসমুক্ত সমাজ গড়ি’ এই প্রতিবাদ্য নিয়ে পঞ্চগড়ে মহা তাবু জলসার মধ্য দিয়ে শেষ হয়েছে পাঁচ দিন ব্যাপী পঞ্চম জেলা স্কাউট সমাবেশ।
বুধবার রাতে বাংলাদেশ স্কাউট পঞ্চগড় জেলার আয়োজনে দেবীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এই মহা তাবু জলসা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। অনুষ্ঠানে পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা স্কাউটস এর সভাপতি অমল কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে কর্নেল আল হাকিম মো. নওশাদ, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আলীম খান ওয়ারেশী, জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, কমিশনার আসম নুরুজ্জামান ও দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম।   এ সময় বক্তারা স্কাউটিংয়ের মাধ্যমে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান। পরে ক্যাম্প ফায়ার ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় এই পঞ্চম জেলা স্কাউট সমাবেশ। এই স্কাউট সমাবেশে জেলার ৬০ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫৪০ জন স্কাউট অংশ নেয়।



পুরোনো সংবাদ

পঞ্চগড় 54040790215760308

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item