দেবীগঞ্জে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা-

”খেলা ধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগান নিয়ে দেবীগঞ্জ উপজেলায় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে দেবীগঞ্জ পাবলিক ক্লাবের আয়োজনে ক্লাব মাঠে এই টুর্নামেন্ট শুরু হয়।
এই টুর্নামেন্টের উদ্বোধন করেন দেবীগঞ্জ পাবলিক ক্লাবের সভাপতি আব্দুল মালেক চিশতি।এর আগে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়।মাদক থেকে দুরে রেখে খেলার প্রতি মনোযোগ বাড়াতে এই টুর্ণামেন্ট ও ৬ষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রদের একাডেমিক প্রশিক্ষণের আয়োজন করে ঐতির্য্যবাহী পাবলিক ক্লাব।
ক্লাবের সাধারণ সম্পাদক বলেন, ক্লিন দেবীগঞ্জ - গ্রীন দেবীগঞ্জ এবং মাদক মুক্ত দেবীগঞ্জ গড়তে চাই পাবলিক ক্লাবের সদস্যরা
এ সময় অন্যদের মধ্যে পাবলিক ক্লাবের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন চৌধুরী, দেবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় টোকরাভাষা সূর্যমুখী একাদশ বনাম নতুন বন্দর লায়ন্স ক্লাব অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকার মোট ১২টি দল অংশগ্রহণ করছে।



পুরোনো সংবাদ

পঞ্চগড় 7202841442795184920

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item