পঞ্চগড়ে ৭ মাসের বাচ্চা সহ বাজারে গাভী জবাই, এলাকায় উত্তেজনার সৃষ্টি

মো: তোতা মিয়া, পঞ্চগড়:

পঞ্চগড়ে ৭ মাসের বাচ্চা সহ বাজারে গাভী জবাইয়ের অভিযোগ পাওয়া গেছে।এ নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।
মো: তোতা মিয়া, পঞ্চগড়-
পঞ্চগড় সদর উপজেলার ৭নং ভারিভাসা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আবুল কশাই, পিতা মনির হোসেন, গ্রাম বীরপাড়া, সে দীর্ঘদিন যাবত বিনা লাইসেন্সে গরু, ছাগল জবাই করে আসছেন। এলাকার জনসাধারনের অভিযোগ মো: আবুল কশাই কিছু আগে ৭ মাসের একটি বাচ্চা সহ গাভী ডাক্তারী পরীক্ষা নিরীক্ষা ছাড়াই হারিভাসা জয়গুন মার্কেটে জবাই করে। তাতে করে গাভীর পেটে ৭ মাসের বাচ্চা বের হলে আবুল কশাই গোপনে বাচ্চাটি পাশের বেগুন ক্ষেতে ফেলে দিলে এলাকার মানুষের নজরে পরে। এই নিয়ে এলাকায় বেশ উত্তেজনা সৃষ্টি হলে সেখানকার সাধারণ মানুষ বিষয়টি ইউ.পির চেয়ারম্যান মো: নুরে আলমকে অবগত করলে চেয়ারম্যান বলেন যে, এই গরুর মাংশ খাওয়া যায়েজ আছে তবে কারো অভিযোগ থাকলে আবুল কশাই এর বিচার করা হবে। এ দিকে আবুল কশাই এর কাছে এ বিষয় তথ্য জানতে চাইলে আবুল কশাই বাজার ছেড়ে পালিয়ে যায়। সাংবাদিকরা তাকে অনেক খোজা খোজি করেও পাইনাই, ইউপির সদস্য মো: জসিমকে এ বিষয়ে জিজ্ঞাবাদ করলে তিনি জানান ঘটনাটি সত্য।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 841048760336230037

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item