নিজের বাল্যবিয়ে বন্ধ করলো নীলফামারীর রিমা
https://www.obolokon24.com/2017/10/nilphamari_97.html
ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৭ অক্টোবর॥
নিজের বাল্যবিয়ে বন্ধ করলো দশম শ্রেনী পড়–য়া রিমা আক্তার।সে নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের মনষাপাড়া গ্রামের কাপড় ব্যবসায়ী নুরুজ্জামান এর দশম শ্রেনী পড়–য়া মেয়ে।জানা যায়,গতকাল শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় তার রিমা আক্তারের জোড়পূর্বক বাল্য বিয়ে দেয়ার চেস্টা করে তার পরিবার। বরযাত্রী এলে মেয়েটি এর প্রতিবাদ করে। পরে তার এক বান্ধবীর সহায়তায় রিমা নীলফামারী থানার ওসি বাবুল আকতারকে মোবাইল করে বিষয়টি জানায়। পুলিশ ঘটনাস্থলে গেলে বর যাত্রী পালিয়ে যায়। এ সময় মেয়েটির বাবা ক্ষমা চেয়ে তার মেয়ের বাল্য বিয়ে দিবেনা বলে মুচলেকা লিখে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি বাবুর আকতার।
নিজের বাল্যবিয়ে বন্ধ করলো দশম শ্রেনী পড়–য়া রিমা আক্তার।সে নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের মনষাপাড়া গ্রামের কাপড় ব্যবসায়ী নুরুজ্জামান এর দশম শ্রেনী পড়–য়া মেয়ে।জানা যায়,গতকাল শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় তার রিমা আক্তারের জোড়পূর্বক বাল্য বিয়ে দেয়ার চেস্টা করে তার পরিবার। বরযাত্রী এলে মেয়েটি এর প্রতিবাদ করে। পরে তার এক বান্ধবীর সহায়তায় রিমা নীলফামারী থানার ওসি বাবুল আকতারকে মোবাইল করে বিষয়টি জানায়। পুলিশ ঘটনাস্থলে গেলে বর যাত্রী পালিয়ে যায়। এ সময় মেয়েটির বাবা ক্ষমা চেয়ে তার মেয়ের বাল্য বিয়ে দিবেনা বলে মুচলেকা লিখে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি বাবুর আকতার।