নীলফামারীতে বিশ্ব শিশু দিবস পালিত
https://www.obolokon24.com/2017/10/nilphamari_60.html
ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২ অক্টোবর॥
“শিশু পেলে অধিকার, খুলবে নতুন বিশ্বদ্বার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে বিশ্ব শিশু দিবস পালন করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শিশু একাডেমি মিলনায়তনে গিয়ে আলোচনায় মিলিত হয়।
জেলা প্রশাসন, শিশু একাডেমী ও এনসিটিএফ এর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুইয়া, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা কমিটির আহবায়ক আহসান রহিম মঞ্জিল, নীলফামারী জেলা এলসিবিসিই অফিসার আবু রায়হান মিয়া, নীলফামারী এনসিটিএফ শিশু সাংবাদিক মোয়াদ হোসেন, এনসিটিএফ শিশু পার্লামেন্ট সদস্য শ্রেয়া ঘোষ প্রমুখ। এসময় এনসিটিএফ এর ৬০জন সদস্য উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সেখানে ন্যাশনাল চিলড্রেন টাক্সফোর্স (এনসিটিএফ) সদস্যদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় ।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, শিশু দিবসের মধ্য দিয়ে শিশু অধিকার সপ্তাহ শুরু হয়েছে আজ (সোমবার) থেকে। শ্রমজীবী, সুযোগ বঞ্চিত, প্রতিবন্ধি শিশুদের নিয়ে প্রতিযোগীতা এবং জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হবে সপ্তাহ ব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে।
তিনি জানান, আগামী ১৭অক্টোবর পুরস্কার বিতরনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শেষ হবে শিশু অধিকার সপ্তাহের কর্মসুচী।
“শিশু পেলে অধিকার, খুলবে নতুন বিশ্বদ্বার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে বিশ্ব শিশু দিবস পালন করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শিশু একাডেমি মিলনায়তনে গিয়ে আলোচনায় মিলিত হয়।
জেলা প্রশাসন, শিশু একাডেমী ও এনসিটিএফ এর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুইয়া, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা কমিটির আহবায়ক আহসান রহিম মঞ্জিল, নীলফামারী জেলা এলসিবিসিই অফিসার আবু রায়হান মিয়া, নীলফামারী এনসিটিএফ শিশু সাংবাদিক মোয়াদ হোসেন, এনসিটিএফ শিশু পার্লামেন্ট সদস্য শ্রেয়া ঘোষ প্রমুখ। এসময় এনসিটিএফ এর ৬০জন সদস্য উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সেখানে ন্যাশনাল চিলড্রেন টাক্সফোর্স (এনসিটিএফ) সদস্যদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় ।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, শিশু দিবসের মধ্য দিয়ে শিশু অধিকার সপ্তাহ শুরু হয়েছে আজ (সোমবার) থেকে। শ্রমজীবী, সুযোগ বঞ্চিত, প্রতিবন্ধি শিশুদের নিয়ে প্রতিযোগীতা এবং জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হবে সপ্তাহ ব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে।
তিনি জানান, আগামী ১৭অক্টোবর পুরস্কার বিতরনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শেষ হবে শিশু অধিকার সপ্তাহের কর্মসুচী।