নীলফামারীতে পাঁচ লাখ ৯২ হাজার ২১২ জন শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ২২ অক্টোবর॥
এবার নীলফামারীতে কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলায় পাঁচ লাখ ৯২ হাজার ২১২জন স্কুলগামী শিশু কে একটি করে কৃমি নাশক টেবলেট খাওয়ানো হবে।
এর মধ্যে সদরে এক লাখ ২৩ হাজার ৩৯২, ডোমারে ৭৬ হাজার ৫৩৩, ডিমলায় ৯২ হাজার ৪৮৫, জলঢাকায় ১৩ হাজার ৯০৪, কিশোরীগঞ্জে ৭৭ হাজার ৩৪০, সৈয়দপুরে ৩১ হাজার ৮৬২, সৈয়দপুর পৌরসভায় ৩৮ হাজার ১৯৬ ও নীলফামারী পৌরসভায় ১৮ হাজার ৫০০ জন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৫-থেকে ১৬ বছর বয়সের শিশুরা এই টেবলেট খাবেন।
আজ রবিবার সকাল ১১টার দিকে নীলফামারী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ্যাডভোকেসি সভা করে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মণ ।
ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রন কার্যক্রম স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকার সহযোগিতায় ও সিভিল সার্জনের আয়োজনে এ্যাডভোকেসি সভায় সিভিল সার্জনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব সরকার।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওসমান গনি, সৈয়দপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল কাদের ও স্বাস্থ্যশিক্ষাবিদ আব্দুল বাসেত, ব্র্যাক প্রতিনিধি রইচ উদ্দিন প্রমুখ।

পুরোনো সংবাদ

নীলফামারী 8224271257016636162

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item