বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দুই গ্রুপের চ্যাম্পিয়ন নীলফামারী সদর

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২০ অক্টোবর॥
নীলফামারীতে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গামাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে। ফাইনাল খেলায় বালক ও বালিকার দুই গ্রুপের চ্যাম্পিয়ন  হয়েছে নীলফামারী সদর উপজেলা।
বালকে সদর উপজেলার জয়চন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৬-০ গোলে জলঢাকা উপজেলার বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে এবং বালিকায় সদর উপজেলার দক্ষিণ কানিয়াল খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৫-০ গোলে কিশোরীগঞ্জ উপজেলার নিতাই মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যা¤িপয়ন হয়।
গতকাল বৃহ¯পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নীলফামারী হাইস্কুল মাঠে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বালক-বালিকা দুই গ্রুপের বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রপি হস্তান্তর করেন জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওসমান গনির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, সাবেক চেম্বারের সভাপতি, জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এস.এম সফিকুল আলম ডাবলু , জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোতাহার হোসেন, আতাউল গণি ওসমানী প্রমূখ।
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম জানান, ১৭ অক্টোবর শুরু হওয়া জেলা পর্যায়ের চ্যা¤িপয়ন খেলায় বালক-বালিকা দুই বিভাগে ১২টি দল অংশগ্রহণ করে।

পুরোনো সংবাদ

নীলফামারী 6980271040523826767

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item