নীলফামারীতে এক রোহিঙ্গা আটক

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২ অক্টোবর॥
রোহিঙ্গা এক সদসকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার (১ অক্টোবর) রাত ১১টার দিকে তাকে আটক করে থানায় নিয়ে রাখা হয়েছে। নীলফামারী জেলা সদর উপজেলার কচুকাটা বাজারে ঘোরাফেরা করলে এলাকাবাসীর সন্দেহ হয়। এলাকাবাসী খবর দিলে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটক রোহিঙ্গা তার নাম বেলাল (৪৫) জানালেও তার কথার ভাষা বোঝা না যাওয়ায় সে কি ভাবে দীর্ঘ এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে নীলফামারী এলো তা উদঘাটন করতে পারেনি পুলিশ। তবে তার সঙ্গে আরো অনেক রোহিঙ্গা উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে গেছে তা সে আকার ইঙ্গিতে বুজিয়েছে।
আজ সোমবার সকালে এ ব্যাপারে কথা বলা হলে নীলফামারী সদর থানার ওসি বাবুল আখতার জানান, তাকে জিজ্ঞাসাবাদ করে পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। তাকে থানায় হেফাজতে রাখা হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক তাকে রোহিঙ্গা ক্যাম্পে ফিরিয়ে দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পুরোনো সংবাদ

নীলফামারী 6795919822602771204

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item