নীলফামারী জেলা স্টেডিয়ামে টেবিল টেনিস টুর্নামেন্ট শুরু

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৬ অক্টোবর॥
নীলফামারী জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে নয় দিনব্যাপী টেবিল টেনিস টুর্নামেন্ট। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ রবিবার বিকেল চারটার দিকে ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। জেলা প্রশাসক পদাধিকার বলে তিনি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, সচেতন নাগরিক কমিটির সভপতি ও চেম্বারের সাবেক সভাপতি এস.এম সফিকুল আলম ডাবলু , জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান পল্লবী, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক শাহাবাত আলী, সদস্য সচিব ওয়াদুদ রহমান, দীপক চক্রবর্তী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য তামজিদুল আলম শাসন, আব্দুল আজিজ শাহ, আসাদুজ্জামান সাগর প্রমুখ।
উদ্ধোধনী অনুষ্ঠান শেষে ১২০ জন প্রতিযোগীদের সাথে হাত মিলিয়ে তাদেরকে অভিনন্দন জানান। পরে জেলা প্রশাসক নিজেই টেবিল টেনিস খেলায় মেতে উঠেন।
টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ওয়াদুদ রহমান বলেন, নয় দিনব্যাপী টেবিল টেনিস টুর্নামেন্টের বাছাইপর্ব আগামী ২৩ অক্টোবর পর্যন্ত টানা চলবে। ১২০ জন প্রতিযোগীর মধ্যে মেয়ে ৩৫ জন এবং ছেলে ৮৫ জন রয়েছে। তারা জেলার ছয় উপজেলা থেকে এসে ওই প্রতিযোগিতায় অংশগ্রহন করছে। চুড়ান্ত প্রতিযোগিতার তারিখ পরে জানানো হবে। #

পুরোনো সংবাদ

নীলফামারী 6041332904043119672

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item