কিশোরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

মোঃ শামীম হোসেন বাবু ,কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতাঃ
পুলিশই জনতা জনতাই পুলিশ এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শনিবার দুপুর ১২ টায় একটি বিশাল র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে  থানা চত্বরে এসে এক আলোচনা  সভায় মিলিত হয়। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায়    উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এছরারুল হক, সাধারন সম্পাদক জাকির হোসেন বাবুল, রণচন্ডি স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন, কিশোরীগঞ্জ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক লতিফুর রহমান, ৯ ইউনিয়নের চেয়ারম্যান, ইউপ সদস্য ,গ্রাম পুলিশ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্রছাত্রীবৃন্দ প্রমুখ। আলোচনা  সভাশেষে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ বলেন, কিশোরগঞ্জ উপজেলার ৯ টি ইউনিয়নের ৮১ টি ওয়ার্ডে ৮১ টি ওয়ার্ড কমিটি, ৯ টি ইউনিয়নে ৯ টি ইউনিয়ন কমিটি ও একটি উপজেলা কমিটি মিলে মোট ৯১ টি কমিটি গঠন করা হয়েছে। উপজেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে গোটা উপজেলার ২৩ টি পয়েন্টে কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যগন রাত্রীকালিন রণপাহারা ডিইটি পালন করে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সহযোগিতা করেন। এছাড়াও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা মাদকের ছোবল হতে যুব সমাজকে রক্ষা করা, জুয়া বন্ধ, বাল্য বিবাহ রোধে সহযোগিতা করা ও সমাজের বিভিন্ন ছোট খাটো সামাজিক বিষয় সহ পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 3157608917507213981

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item