তেঁতুলিয়া উপজেলায় পাঁচ কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী ২৫২০ জন

মুুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলায় এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট  (জেএসসি) ও জুনিয়র মাদ্রাসা সার্টিফিকেট  (জেডিসি) পরীক্ষায় তেঁতুলিয়া উপজেলায় পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৫২০জন। উপজেলার মোট ৩৬টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের মধ্যে ২৫টি মাধ্যমিক ও নি¤œ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৬জন এবং ১১টি মাদ্রাসা থেকে ৪৬৮জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করবে। এ ছাড়াও এস.এস.সি (ভোকেশনাল) নবম শ্রেণির বোর্ড ফাইনাল পরীক্ষায় ৪৫জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে। জেএসসি পরীক্ষা কেন্দ্র গুলোর মধ্যে তেঁতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৭৭জন এছাড়াও একই কেন্দ্রে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এস.এস.সি (ভোকেশনাল) নবম শ্রেণির বোর্ড ফাইনাল পরীক্ষায়ও অনুষ্ঠিত হবে, এতে পরীক্ষার্থীর সংখ্যা ৪৫জন। মাঝিপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৬০জন, শালবাহান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫০৮জন এবং ভজনপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৬১জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। আর মাদ্রাসা গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে কালান্দিগঞ্জ ফাযিল মাদ্রাসা কেন্দ্রে। এ কেন্দ্রে মাদ্রাসার পরীক্ষার্থীর সংখ্যা ৪৬৮জন। তেঁতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলার ৫টি মাধ্যমিক ও নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ১২৫জন, ছাত্রী ২২৫জন উভয় মিলে ৩৭৭জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। বিদ্যালয়গুলো হচ্ছে কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, রণচন্ডি উচ্চ বিদ্যালয়, আজিজ নগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং কালান্দিগঞ্জ উচ্চ বিদ্যালয়। শালবাহান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলার ৬টি মাধ্যমিক ও নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ২৪৭জন, ছাত্রী ২৬০জন উভয় মিলে ৫০৮জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এ কেন্দ্রে যে সব বিদ্যালয়ের পরীক্ষার্থী অংশ নেবে সে গুলো হচ্ছে পাগলীডাঙ্গী এস.ই.এসডি.পি মডেল উচ্চ বিদ্যালয়, সিপাইপাড়া উচ্চ বিদ্যালয়, সিপাইপাড়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় , ফকিরপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, হারাদিঘী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় এবং মাঝিপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়। মাঝিপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলার ৬টি মাধ্যমিক ও নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ৩২৮জন, ছাত্রী ২৩২জন উভয় মিলে ৫৬০জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। বিদ্যালয়গুলো হচ্ছে ভজনপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, আয়ুবউল হক দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়, তেঁতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, ভিপি উচ্চ বিদ্যালয়, শালবাহান উচ্চ বিদ্যালয় এবং শালবাহান দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়। ভজনপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলার ৮টি মাধ্যমিক ও নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ২১০জন, ছাত্রী ৩৫১জন উভয় মিলে ৫৬১জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এ কেন্দ্রে যে সব বিদ্যালয়ের পরীক্ষার্থী অংশ নেবে সে গুলো হচ্ছে বোদাময়না গুড়ি উচ্চ বিদ্যালয়, দেবনগর উচ্চ বিদ্যালয়, মো: মইনুলহক দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়, আমজুয়ানী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, বেগম খালেদা জিয়া দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়, গিতালগছ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, নাওয়া পাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় এবং বুড়াবুড়ী মির্জা গোলাম হাফেজ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়। অন্যদিকে কালান্দিগঞ্জ ফাযিল মাদ্রাসা কেন্দ্রে উপজেলার ১১টি মাধ্যমিক ও নি¤œ মাধ্যমিক মাদ্রাসা বিদ্যালয়ের ছাত্র ২৫৬জন, ছাত্রী ২১২জন উভয় মিলে ৪৬৮জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। বিদ্যালয়গুলো হচ্ছে কালান্দিগঞ্জ ফাযিল মাদ্রাসা, তেঁতুলিয়া দাখিল মাদ্রাসা, বাংলাবান্ধা দাখিল মাদ্রাসা, ফকিরপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, শালবাহান দাখিল মাদ্রাসা, মাঝিপাড়া (শালবাহান রোড) দাখিল মাদ্রাসা, বেগম ফখরুন্নেছা ফাযিল মাদ্রাসা, ভুটুজোত পাঠানপাড়া দাখিল মাদ্রাসা, মাগুরমারী চৌরাস্তা পমিজউদ্দিন দাখিল মাদ্রাসা, আলহাজ্ব ডালিমউদ্দিন মহিলা দাখিল মাদ্রাসা এবং শিলাইকুঠি বালাবাড়ী দাখিল মাদ্রাসা।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার পারভীন আকতার বানু জানান, ইতোমধ্যে আগামী ১ নভেম্বর/১৭ থেকে পরীক্ষা শুরু হওয়া জেএসসি ও জেডিসি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিকে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষে গত ২৮ অক্টোবর/১৭ এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ওই সভার আয়োজন করেন। পারভীন আকতার বানু আরোও জানান, আমি আশাকরি প্রতিবারের ন্যায় এবারও সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে। 

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 6294329117256093350

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item