জলঢাকায় মরা গরুর ৭০ কেজি মাংশ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
https://www.obolokon24.com/2017/10/jaldhaka_67.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায়
মঙ্গলবার দুপুরে উপজেলার মিরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়া ও পশ্চিম শিমুলবাড়ী
বাজার থেকে ৭০ কেজি পচা মাংশ জব্দ করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী
কমিশনার (ভুমি) জহির ইমাম। এসময় তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পাঠানপাড়া
এলাকার জবান উদ্দীনের ছেলে অভিযুক্ত জাহাঙ্গীর আলমের ২৫ হাজার ও পশ্চিম
শিমুলবাড়ী এলাকার রবিউল ইসলামের ছেলে জামিনুর রহমানের ১০ হাজার টাকা করে
জরিমানা করেন। জলঢাকা প্রানী সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জেন ফেরদৌসুর
রহমান এসময় উপস্হিত ছিলেন। পরে জব্দকৃত মরা গরুর ৭০কেজি পচা মাংশ
স্যানিটারি ইন্সপেক্টর ফরিদ বিন সোহেলের জিম্মায় ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।