জলঢাকায় ইয়াবা ও পিস্তলের গুলি সহ গরু ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে প্রতিপক্ষের দুই জন গ্রেফতার

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৯ অক্টোবর॥
পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নীলফামারীর ডিবি পুলিশের হাতে ইয়াবা ও পিস্তলের এক রাউন্ড গুলি সহ গ্রেফতার হয়েছে দুই যুবক। গতকাল শনিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টায় নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জহাটে এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত দুই যুবক হলো জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের  বালাপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে জাহাঙ্গির আলম (২৮) এবং একই উপজেলার আরাজি কাঠালী গ্রামের তৈয়ব আলীর ছেলে হাসানুল হক বাবু (৩০) এদের বিরুদ্ধে আজ রবিবার সকালে ডিবি পুলিশের এসআই মাজেদুল ইসলাম মাদক ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

অভিযোগে জানা যায়, জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের চেকামারী তালুক গোলনা গ্রামের মৃত নফর উদ্দিনের ছেলে হাকিমুর রহমান (৩১) একজন গরু ব্যবসায়ী। তার সঙ্গে প্রতিপক্ষ অপর গরু ব্যবসায়ীর বিরোধ ছিল। ঘটনার দিন হাকিমুর রহমান তার ব্যবহৃত মোটরসাইকেলটি মীরগঞ্জ হাটে মাছবাজারের একটি হোটেলের সামনে রেখে গরু ব্যবসায় কাজে ব্যস্ত হয়ে পড়ে। এ সময় ডিবি পুলিশকে  
মোবাইল করে প্রতিপক্ষরা জানায় গরু ব্যবসায়ী হাকিমুর রহমানের মোটরসাইকেলের তেলের ট্যাংকির নিচে ইয়াবা আছে। খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় উক্ত দুই ব্যাক্তি হাকিমুর রহমানের মোটরসাইকেলে তেলের ট্যাংকির নিচে পলেথিন ও রুমালে জড়িয়ে ৬০ পিস ইয়াবা ও পিস্তলের একটি গুলি এক সঙ্গে বেধে রেখে পালিয়ে যায়। যা এলাকাবাসী দেখতে পায়। পরবর্তিতে ডিবি পুলিশ ঘটনাস্থলে এসে মোটরসাইকেল সহ হাকিমুর রহমান কে আটক করে। আটকের পর তার মোটরসাইকেল হতে ওই পরিমান ইয়াবা ও পিস্তলের গুলি পায়। বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকার সাক্ষ্য প্রমানে বেড়িয়ে পড়ে মুল ঘটনা। এরপর ডিবি পুলিশ ৫ ঘন্টা ধরে ওই এলাকায় অভিযান চালিয়ে
জাহাঙ্গির আলম ও হাসানুল হক বাবুকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর এই দুইজন ঘটনার সত্যতা স্বীকার করলে আটক হাকিমুর রহমান ছাড়া পায়।
নীলফামারী ডিবি পুলিশের উপ-পরিদর্শক বিশ্বজিৎ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে। #


পুরোনো সংবাদ

নীলফামারী 8340383664188819364

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item