জলঢাকায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধি-
নীলফামারীর জলঢাকায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবিবার বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা ফসলের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়। নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ কর্মসচির আওতায় ১ জন কৃষক ১ বিঘার জমির জন্য ১ কেজি সরিষার বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাচ্ছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬ টি ফসলের আবাদের জন্য ৩৬১০ জন কৃষক এ সুবিধা পাবেন। তন্মধ্যে ১১০৫ জন কৃষক গম, ১৩০০ জন ভূট্রা, ৫৪৫ জন সরিষা, ১১০ জন মুগ, ১০ জন বিটি বেগুন এবং ৫৪০ জন কৃষক বোরো ধান ফসলের উপর এ সুবিধা পাবেন। উপজেলা কৃষি অফিসার শাহ মুহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান, উপজেলা মৎস্য অফিসার মিনারা হাফিজা ফেরদৌস, পল্লী উন্নয়ন অফিসার আবু তাহের, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ একে আজাদ, বাবেয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিবেকানান্ত মোহন্ত, শ্রমিক লীগের সভাপতি জসির উদ্দিন। প্রধান অতিথি বলেন, বর্তমান কৃষক বান্ধব সরকারের এই কর্মসূচি কৃষকদের আবাদে উৎসাহ যোগাবে এবং বন্যা পরবর্তীতে এই উপকরণ প্রাপ্তির মাধ্যমে কৃষকদের আর্থিক ক্ষতি কিছুটা হলেও  পুষিয়ে যাবে। পরে চেংমারী আইএপিপি সমিতিকে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বিনামূল্যে ১ সেট কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 7942671720978566574

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item