নীলফামারীতে ১৬ দিন ব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০১৭ শুরু হচ্ছে আজ

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ৬ অক্টোবর॥
“সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি” এই শ্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার (৬ অক্টোবর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০১৭। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে ও ঢাকাসহ দেশের ৬৪টি জেলার শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় একযোগে ১৬ দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে।
সেই সাথে আজ বিকাল ৩টায় নীলফামারী শিল্পকলা একাডেমিতে এই উৎসবের আয়োজন করেছে। 

সূত্র মতে, আজ বিকাল ৫টায় ঢাকা শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালা প্লাজা মিলনায়তনে এই উৎসবের আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করবেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালনের মাননীয় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। উদ্বোধনী সন্ধ্যায় নির্মাতা রিয়াজুল রিজুর চলচ্চিত্র “বাপজানের বায়স্কোপ” প্রদর্শিত হবে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, একাডেমির দ্বিতীয়বারের মতো এ উৎসবের আয়োজন করছে।  উৎসবের ১৬ দিনে ঢাকাসহ দেশের ৬৪ জেলায় একযোগে ৪৪টি চলচ্চিত্র প্রদর্শিত করা হবে। উদ্বোধনী সন্ধ্যা ব্যতীত রাজধানী ঢাকায় প্রতিদিন বিকেল ৩টা, বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় ৩টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসব চলবে ২১ অক্টোবর পর্যন্দ।
তিনি আরো জানান, এবারের উৎসবে ৭ সদস্য বিশিষ্ট সিলেকশন কমিটির মাধ্যমে ৫টি বিভাগের যথাক্রমে- বাংলাদেশ ধ্রুপদী চলচ্চিত্র, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, সমকালীন দেশীয় চলচ্চিত্র (২০১৫-২০১৬) এবং নারী নির্মাতাদের চলচ্চিত্রের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এ উৎসবের সমাপনী অনুষ্ঠান হবে আগামী ২১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় চিত্রশালা প¬াজা মিলনায়তনে। সেখানে উৎসবের পুরস্কার বিতরণ ও অংশগ্রহণকারী সকল চলচ্চিত্র নির্মাতাকে সনদপত্র প্রদান করা হবে।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 6909777440865800621

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item