পীরগঞ্জে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহন

মামুনুর রশিদ মেরাজুল- 

পীরগঞ্জে ইউপি নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের শপথ অনুষ্ঠান হয়েছে। গতকাল সোমবার বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ওই শপথ পাঠ করানো হয়েছে।
জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর পীরগঞ্জের রায়পুর, পীরগঞ্জ সদর ও রামনাথপুর ইউনিয়নে শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়। গতকাল নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে রংপুরের জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান তার কার্যালয়ে এবং পীরগঞ্জের ইউএনও কমল কুমার ঘোষের কার্যালয়ে মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্যাদেরকে শপথ পাঠ করান। শপথ গ্রহনকারী চেয়ারম্যানরা হলেন- রায়পুর ইউপি’র সাইদুর রহমান চৌধুরী দুলাল (স্বতন্ত্র), পীরগঞ্জ সদর ইউপি’র নুরুল ইসলাম ময়না মাষ্টার (আ’লীগ) এবং রামনাথপুর ইউপি’র ছাদেকুল ইসলাম বিএসসি  নৌকা)। চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন, সহ-সভাপতি একেএম ছায়াদত হোসেন বকুল, সাংস্কৃতিক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, পীরগঞ্জ উপজেলা আ’লীগের ভারঃ সভাপতি এ্যাড. আজিজার রহমান রাঙ্গা, আ’লীগ নেতা অধ্যক্ষ মোমিনুল ইসলাম রন্তু, প্রভাষক জাহিদুল ইসলাম রুবেল প্রমুখ। শপথ পাঠের পর জেলা প্রশাসক বলেন, এখন থেকেই নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব পালন করবেন।

পুরোনো সংবাদ

রংপুর 2949144020002143085

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item