ডোমারে এক মিনিটের ঝড়ে লন্ডভন্ড ১২টি পরিবার,আহত ১

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টার-

ঃ নীলফামারীর ডোমারে এক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়েছে ১২ পরিবারের ঘরবাড়ী ।ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যা সাতটায় ।এ ঘটনায় ১২টি পরিবার অসহায় হয়ে পড়েছে ।
সরেজমিনে গেলে ঘটনাস্থলে আসা হরিনচড়া ইউনিয়নের ১ নং ইউপি সদস্য শাহাজাহান আলী জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় হঠাৎ এক মিনিটের ঝড়ে  লন্ডভন্ড হয়ে যায় ১২টি পরিবারের ২৫টি ঘর ।প্রায় শতাধিক বিভিন্ন গাছপালা উপড়ে যায় ।জলপাইয়ের গাছ উপড়ে ঘরে পড়ে মোজাম্মেল হকের  মেয়ে রাহিমা খাতুন (১০) নামে এক শিশু চাপা পড়ে আহত হয় ।ক্ষতিগ্রস্তরা হল কৃষি শ্রমিক মোজাম্মেল হক, জলিল, কামরুখা বর্ম্মণ,আতিয়ার রহমান, আলমগীর হোসেন, শফিকুল ইসলাম,এমদাদুল হক, মনমোহন, রফিকুল ইসলাম, আশ্বিণা বম্মর্ণ, আবু হাচান, গনি মিঞা ।
এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী  মোঃ মোহাইমিনুল ইসলাম জানান ,  দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে আহত রাহিমা খাতুনের চিকিৎসার জন্য  জিআর ক্যাশ প্রকল্পের আওতায় নগদ পাচঁ হাজার টাকা আর কিছুক্ষনের ( বিকাল চারটা)মধ্যে ইউএনও মহোদয়  প্রদান করবেন ।খুবই তাড়াতাড়ি ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা করে ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা প্রদান করা হবে ।

পুরোনো সংবাদ

নীলফামারী 2849308413398229079

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item