ডোমারে রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে আব্বাস উদ্দীন একাডেমীর মানববন্ধন।
https://www.obolokon24.com/2017/10/domar_26.html
আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে মিয়ারমারের রাখাইল রাজ্যে নিরিহ মুসলমান নারী, পুরুষ ও শিশুদের গণহত্যা, ধর্ষনসহ বসতবাড়ীতে অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোম্বর রবিবার বিকালে ডোমার বাটার মোড়ে ডোমার আব্বাস উদ্দীন একাডেমী আয়োজিত সংগঠনের পরিচালক প্রভাষক মোস্তফা ফিরোজ প্রধানের সভাপতিত্বে কবি-সাহিত্যিক ও সাংবাদিক সালেম সুলেরী, কবি আনোয়ারুল হক, ডেইজী নাজনীন মাশরাফী নীনা, সহিদুল সরকার, পৌর কাউন্সিলর মিজানুর রহমান তুলু, প্রভাষক জাকির প্রধান, এ্যাডভোকেট মালা জেসমিন, নীলফামারী জেলার বিশিষ্ট কবি সাহিত্যিক সেলিনা সাথী, উপজেলা শিল্পী সমিতির সভাপতি জাবেদুল ইসলাম সানবীম প্রমূখ বক্তব্য রাখেন। বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম উম্মাকে একসাথে আন্দোলন করার আহবান জানিয়ে, মানুষ খেকো রক্ত পিপাসু অং সাং সুচী’র নোবেল বিজয়ী বাতিল এবং রোহিঙ্গা নির্যাতন বন্ধের জোর দাবী জানান তারা।
নীলফামারীর ডোমারে মিয়ারমারের রাখাইল রাজ্যে নিরিহ মুসলমান নারী, পুরুষ ও শিশুদের গণহত্যা, ধর্ষনসহ বসতবাড়ীতে অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোম্বর রবিবার বিকালে ডোমার বাটার মোড়ে ডোমার আব্বাস উদ্দীন একাডেমী আয়োজিত সংগঠনের পরিচালক প্রভাষক মোস্তফা ফিরোজ প্রধানের সভাপতিত্বে কবি-সাহিত্যিক ও সাংবাদিক সালেম সুলেরী, কবি আনোয়ারুল হক, ডেইজী নাজনীন মাশরাফী নীনা, সহিদুল সরকার, পৌর কাউন্সিলর মিজানুর রহমান তুলু, প্রভাষক জাকির প্রধান, এ্যাডভোকেট মালা জেসমিন, নীলফামারী জেলার বিশিষ্ট কবি সাহিত্যিক সেলিনা সাথী, উপজেলা শিল্পী সমিতির সভাপতি জাবেদুল ইসলাম সানবীম প্রমূখ বক্তব্য রাখেন। বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম উম্মাকে একসাথে আন্দোলন করার আহবান জানিয়ে, মানুষ খেকো রক্ত পিপাসু অং সাং সুচী’র নোবেল বিজয়ী বাতিল এবং রোহিঙ্গা নির্যাতন বন্ধের জোর দাবী জানান তারা।