ডোমার বেতগাড়ায় কুকুর কাঁমড়ানো গরুর মাংস বিক্রি!! গরুর রক্ত খেয়ে ৩ টি কুকুরের মৃত্যু
https://www.obolokon24.com/2017/10/domar_2.html
আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার বেতগাড়ায় কুকুর কাঁমড়ানো গরুর মাংস বিক্রি নিয়ে তোলপাড়, মৃত গরুর রক্ত খেয়ে ৩ টি কুকুরের মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকায় সবার মাঝে আতংক বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া ৮নং ওয়ার্ডের বাবু পাড়া গ্রামে। সরেজমিনে যানাযায়, উক্ত গ্রামের মৃত একরাম আলীর ছেলে গোলাম নূর (৫০)’র একটি গরু কুকুর কামড়ানোর ফলে বেশ কয়েকদিন ধরে অসুস্থ হয়ে আছে। কিন্তু অর্থ লোভী গোলাম নুর ও প্রতিবেশী হোদোলা মামুদের ছেলে কসাই গুলবাহার (৪৭) মিলে গরুটি জবাই করে জনৈক কসাইয়ের কাছে বিক্রি করে দেয়। প্রতিবেশীরা জানতে পেরে এ নিয়ে এলাকায় লংকাকান্ড শুরু হয়। অপর দিকে জবাইকৃত গরুর রক্ত খেয়ে শনিবার ৩টি কুকুরের মৃত্যু হয়। শেষে মৃত কুকুরগুলি রাস্তার পাশে মাটিচাপা দেয় এলাকাবাসী। এলাকার জামিয়ার রহমান জামিল জানান, আমরা নিষেধ করার পরেও জুম্মার নামাজের সময় গোপনে গরুটি জবাই করে মাংসগুলো বিক্রি করে দেয় গোলাম নুর ও গুলবাহার কসাই। মৃত কুকুরটির মালিক হামিদুল জানান, আমার পোষা কুকুর সম্পূর্ণ সুস্থ ছিল গতকাল গরুর রক্ত, ঝিল খেয়ে আজ সকালে মারা যায় আমার ভাতিজা মিলে আবুল হোসেনের দোকানের পার্শ্বে তা মাটিতে পুতে রাখি। এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ রাশেদুল আরেফিন বলেন, জোড়াবাড়ীর ভ্যাটেনারী ডাক্তার রতন গরুটার চিকিৎসা করেন এবং আমাকে ফোন দিয়ে কুকুর কামরানোর বিষয়টি জানায়। আমি গরুর মালিক গোলাম নুরকে গরুটি বিক্রি বা মাংস খেতে নিষেধ করেছি এ অবস্থায় মৃত্যু হলে মাটিতে পুতে ফেলার পরামর্শ দেই। এধরনের গরুর মাংস কাটাছিড়া যারা করবে তাদের এ্যানথেরাক্স রোগ ও মাংস খেলে জলাতংক সহ মানুষের নানা সমস্যা হতে পারে। গোলাম নুর, গুলবাহারের বিরুদ্ধে প্রাণী সম্পদ আইনে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহনে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
নীলফামারীর ডোমার বেতগাড়ায় কুকুর কাঁমড়ানো গরুর মাংস বিক্রি নিয়ে তোলপাড়, মৃত গরুর রক্ত খেয়ে ৩ টি কুকুরের মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকায় সবার মাঝে আতংক বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া ৮নং ওয়ার্ডের বাবু পাড়া গ্রামে। সরেজমিনে যানাযায়, উক্ত গ্রামের মৃত একরাম আলীর ছেলে গোলাম নূর (৫০)’র একটি গরু কুকুর কামড়ানোর ফলে বেশ কয়েকদিন ধরে অসুস্থ হয়ে আছে। কিন্তু অর্থ লোভী গোলাম নুর ও প্রতিবেশী হোদোলা মামুদের ছেলে কসাই গুলবাহার (৪৭) মিলে গরুটি জবাই করে জনৈক কসাইয়ের কাছে বিক্রি করে দেয়। প্রতিবেশীরা জানতে পেরে এ নিয়ে এলাকায় লংকাকান্ড শুরু হয়। অপর দিকে জবাইকৃত গরুর রক্ত খেয়ে শনিবার ৩টি কুকুরের মৃত্যু হয়। শেষে মৃত কুকুরগুলি রাস্তার পাশে মাটিচাপা দেয় এলাকাবাসী। এলাকার জামিয়ার রহমান জামিল জানান, আমরা নিষেধ করার পরেও জুম্মার নামাজের সময় গোপনে গরুটি জবাই করে মাংসগুলো বিক্রি করে দেয় গোলাম নুর ও গুলবাহার কসাই। মৃত কুকুরটির মালিক হামিদুল জানান, আমার পোষা কুকুর সম্পূর্ণ সুস্থ ছিল গতকাল গরুর রক্ত, ঝিল খেয়ে আজ সকালে মারা যায় আমার ভাতিজা মিলে আবুল হোসেনের দোকানের পার্শ্বে তা মাটিতে পুতে রাখি। এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ রাশেদুল আরেফিন বলেন, জোড়াবাড়ীর ভ্যাটেনারী ডাক্তার রতন গরুটার চিকিৎসা করেন এবং আমাকে ফোন দিয়ে কুকুর কামরানোর বিষয়টি জানায়। আমি গরুর মালিক গোলাম নুরকে গরুটি বিক্রি বা মাংস খেতে নিষেধ করেছি এ অবস্থায় মৃত্যু হলে মাটিতে পুতে ফেলার পরামর্শ দেই। এধরনের গরুর মাংস কাটাছিড়া যারা করবে তাদের এ্যানথেরাক্স রোগ ও মাংস খেলে জলাতংক সহ মানুষের নানা সমস্যা হতে পারে। গোলাম নুর, গুলবাহারের বিরুদ্ধে প্রাণী সম্পদ আইনে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহনে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।