শিক্ষকদের গুরু দায়িত্ব পালন করে জাতিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে -হুইপ ইকবালুর রহিম এমপি

মোঃ আঃ সাত্তার, দিনাজপুর ॥
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি উন্নয়নের পরাশক্তি হল শিক্ষা উল্লেখ করে বলেন, শিক্ষকদের এ গুরু দায়িত্ব পালন করে জাতিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। শিক্ষার কোন বিকল্প নেই উল্লেখ করে তিনি আরো বলেন, শিক্ষকদের মান মর্যাদা ও শিক্ষার পরিবেশকে নষ্ট করতে কিছু কিছু শিক্ষক অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। এসব শিক্ষকদের প্রতিহত করতে হবে। কোচিং বানিজ্য কতিপয় শিক্ষকের অর্থের পাহাড় হলেও সার্বিক ভাবে মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে। শিক্ষার্থীরা কোচিং এ ঝুকে পরায় শিক্ষার মান ক্ষতিগ্রস্থ হচ্ছে। কোচিং বানিজ্য বন্ধ করতে শিক্ষক সমাজকে এগিয়ে আসতে হবে। অন্য এক প্রসঙ্গ টেনে হুইপ বলেন, বিএনপি দাবী করেন দিনাজপুরের মেয়ে খালেদা জিয়া। কিন্তু সম্প্রতি কালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের দেখতে একদিনও তিনি দিনাজপুরে আসেন নাই। বরং বিদেশে বসে সাপ-লুডু খেলছেন। কিন্তু মানব নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুরে এসে বন্যার্তদের খোঁজ খবর নিয়েছেন। তিনি বলেন, খালেদার সাপ-লুডুর বিষের ছোবল থেকে বাঁচতে হলে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে। না হলে খালেদা জিয়ার বিষধর ছোবলে দেশ ও জাতি ধ্বংস হয়ে যাবে। ৫ অক্টোবর বৃহস্পতিবার হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সমাবেশ ও বাংলাদেশ শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ আহসানুল হক মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর’র বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ন ভট্টাচার্য, কেবিএম কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সাইফুদ্দিন আখতার, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আখতারা পারভীন, বাংলাদেশ শিক্ষক সমিতির দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক মাতলুবুল মামুন, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মোঃ সাইফুদ্দিন, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ রমজান আলী প্রমুখ। শেষে সংগঠনের পক্ষ থেকে ৩ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা হিসেবে উপহার প্রদান করা হয়।

পুরোনো সংবাদ

নির্বাচিত 7593258466869622842

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item