ই-সেবা সম্পর্কে অবহিতকরণ ও অংশগ্রহনকে উৎসাহিত করতে দিনাজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রেস ব্রিফিং

মোঃ আঃ সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥
২৩ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের বিভিন্ন ই-সেবা সম্পর্কে জনগনকে অবহিতকরণ ও অংশগ্রহনকে উৎসাহিত করার লক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রাব্বী। এতে সভাপতিত্ব করেন সিনিয়র তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ তৌফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রোনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিং-এ লিখিত বক্তব্য পাঠ করেন সিনিয়র তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ তৌফিকুল ইসলাম।
এ সময় তিনি বলেন প্রকৃতপক্ষে যখন কোন জনপদের কথা বলা হয় তখন তার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, অর্থনৈতিক কর্মকান্ড, সুনাম ইত্যাদি সবকিছু মিলে উক্ত জনপদ সম্পর্কে মানুষের মানসপটে যে সামগ্রিক ধারনার জন্ম দেয় তাই মূলত ঐ জনপদের ব্রান্ডিং হিসেবে কাজ করে। প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় টিকে থাকর জন্য ব্রান্ডিং অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশেরও সময় এসেছে দেশজুড়ে ছড়িয়ে থাকা বৈচিত্রে ভরা ঐহিত্য, কৃষ্টি, সংস্কৃতি, উল্লেখযোগ্য সেবা, উদ্যোগ ও পণ্যগুলোকে জেলা-ভিত্তিক ব্রান্ডিং করে দেশে-বিদেশে তুলে ধরার। সে লক্ষ্যে এটুআই প্রকল্প কাজ করে যাচ্ছে। এছাড়া কিশোর বাতায়ন ও হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার অনুষ্ঠান “উদ্ভাবকের খোঁজে” এই দুটিসহ মোট ৩টি প্রকল্প সম্পর্কে অবহিত করার জন্যই এ কর্মসূচী গ্রহন করা হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 3187776399219223484

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item