সামাজিক মূল্যবোধকে ফিরিয়ে আনতে সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই- রংপুর বিভাগীয় কমিশনার

আঃ সাত্তার, দিনাজপুর ॥
হারিয়ে যাওয়া সামাজিক মূল্যবোধকে ফিরিয়ে আনতে সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই। সংস্কৃতি একটি মানুষকে আলোকিত জীবন দেয়। শিল্পকলা একাডেমি সেইসব মানুষদের মূল্যায়ন করছে যারা সংস্কৃতিতে অবদান রেখে যাচ্ছেন। সুষ্ঠু সাংস্কৃতিক চর্চার মাধ্যমে অপসংস্কৃতি দূর করা সম্ভব। বাংলার সংস্কৃতির বিকাশ ঘটানোর জন্য এই সম্মাননা আগামী প্রজন্মদের প্রেরণা জোগাবে। ২০ অক্টোবর শুক্রবার দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৬-২০১৭ প্রদান অনুষ্ঠানে রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রাব্বীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কাজেমউদ্দীন, নবরূপীর সভাপতি আব্দুস সামাদ চৌধুরী, দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ, উদীচী দিনাজপুর সংসদের সভাপতি রেজাউর রহমান রেজু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দীন বাচ্চু। স্বাগত বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আসফ-উদ-দৌলা জুয়েল। সঞ্চালকের দায়িত্ব পালন করেন হারুন-অর-রশীদ। সভায় দিনাজপুরের ঐতিহ্যবাহী দুটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতি ও নবরূপীসহ সাংস্কৃতিক অঙ্গণের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব মোহন কুমার দাস ও আলতাফ আলী চৌধুরীকে নাট্যকলায়, অপূর্ব রায়কে ফটোগ্রাফিতে, হেমন্ত সরকারকে লোকগীতিতে, ডাঃ শহীদুল ইসলাম খানকে সংগীতে, মিজানুর রহমান লাবুকে চলচ্চিত্রে, মিনা ভট্টাচার্য্যকে রবীন্দ্র সংগীতে ও রওনক আরা রিপাকে নৃত্যে সম্মাননা ক্রেষ্ট, মেডেলসহ নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। সম্মাননা প্রদান শেষে মনোজ্ঞ বিচিত্রানুষ্ঠান পরিবেশন করে স্থানীয় শিল্পীরা।

পুরোনো সংবাদ

নির্বাচিত 4947565835957275846

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item