ডিমলায় পানিতে পড়ে শিশুর মৃত্যু
https://www.obolokon24.com/2017/10/dimla_6.html
নিজস্ব প্রতিনিধি ॥
নীলফামারীর ডিমলায় শুক্রবার দুপুরে নদীর পাড়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাজেদ আলী নামে ৫বছরের শিশুর মৃত্যু হয়েছে। সে বালাপাড়া ইউনিয়নের দক্ষিন সুন্দরখাতা গ্রামের আবু কালামের পুত্র।
পারিবারিক সুত্রে জানা যায়, আবু কালাম বাড়ীর পাশ্ববর্তী বুড়ি তিস্তা নদীর শৈলার ঘাট নামক স্থানে নদীতে গরুকে গোসল করার সময় মাজেদ অগোচরে সেখানে গোসল করতে গিয়ে ডুবে যায়। বাড়ীতে অনেক খোজাখুজির পর না পেয়ে দুপুর দেড়টা মাজেদের লাশ সেখানে ভেষে উঠে। তাকে উদ্ধার করে ডিমলা হাসপাতালে নিয়ে আসলে কতব্যরত ডাক্তার মৃত্য হয়েছে মর্মে জানায়। বালাপাড়া ইউনিয়নের ইউপি সদস্য সোহেল রানা পানিতে ঢুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।