চিলাহাটি রেল ষ্টেশনের বুকিং মাষ্টার দুর্নীতির ফাঁদে পড়ে ৫ ঘন্টা অবরুদ্ধ
https://www.obolokon24.com/2017/10/chilahati.html
এ আই পলাশ চিলাহাটি নীলফামারী প্রতিনিধি ঃ
সোমবার ২অক্টোবর নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি রেলষ্টেশনের বুকিং মাষ্টার ঢাকাগামী আন্ত নগর নীলসাগর ট্রেনের টিকিট ৪৯৫ টাকার বদলে যাত্রীদের কাজ থেকে বিভিন্ন কৌশলে ৬০০ টাকা হাতিয়ে নেওয়ার সময় এলাকা বাসীর কাজে হাতেনাতে ধরা পড়ে সত্যতা স্বীকার করে।এলাকাবাসী এ বিষয়ে ষ্টেশনের সরকারী অভিযোগ পত্রে একটি অভিযোগ দায়ের করেন।
উক্ত অভিযোগ সূত্রে জানাগেছে, চিলাহাটি রেল ষ্টেশনের বুকিং মাষ্টার আবু সাইদ প্রায় তিন মান পূর্বে চিলাহাটি ষ্টেশনে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি গোপনে বিভিন্ন আন্তনগর ট্রেনের টিকিট যাত্রীদের না দিয়ে সেই টিকিট চড়া দামে যাত্রীদের কাছে বিক্রি করে এরই প্রেক্ষিতে গতকাল ২অক্টোবর তারিখে ঢাকাগামী নীলসাগর ট্রেনের টিকিট কাটার জন্য রাত ৮টার দিকে ট্রেন যাত্রী মোঃআশিকুর রহমান ও খগেন চন্দ্র রায় টিকিট চাইলে বুকিং মাষ্টার আবু ছাইদ বলে টিকিট নেই তবে টিকিট প্রতি দুই শত টাকা বেশী দিলে টিকিট সংগ্রহ করে দাওয়া যাবে। এই দুই যাত্রী বিপদে পরে বুকিং মাষ্টারেরর কথা মত আশেকুর ২টি টিকিট ও গোপাল যায় ৪টি টিকিট প্রতিটি টিকিটের মূল্য ৪৯৫ টাকা বদলে ৬০০ টাকা করে নিয়ে কাউন্টার থেকে বের হওয়ার সময় এলাকাবাসী এই দুই যাত্রীকে নিয়ে কাউন্টারে গিয়ে টিকিট প্রতি বাড়তি টাকার কথা জিজ্ঞাসা বাদ করলে কাউন্টার থেকে বুকিং মাষ্টার পালানোর চেষ্টা করে অবশেষে এলাকাবাসী বিষয়টি নিয়ে ক্ষিপ্ত হয়ে উক্ত বুকিং মাষ্টারকে সুষ্ট বিচারের জন্য ৫ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। এ ব্যাপারে ষ্টেশন মাষ্টার আব্দুল মতিনের সাথে কথা বলা হলে তিনি জানান বুকিং মাষ্টার আবু সাইদ ও মাহফুজ যাত্রীদের কাছ থেকে টিকিট কাটার সময় ভাওতাবাজি করে বেশী টাকা নেওয়ার অভিযোগ আমার কাছেও আছে।অবশেষে এলাকাবাসী ষ্টেশনের সরকারী অভিযোগ পত্রে একটি অভিযোগ দায়ের করেন। উল্লেখিত চিলাহাটি রেল ষ্টেশনে ঢাকা গামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে টিকিট বরাদ্দ রয়েছে ৯৩টি অথচ সঠিক মূল্যে ৪০ জন ব্যক্তিও টিকিট পায় না। বুকিং মাষ্টোর ও তার সহযোগীরা বিভিন্ন আন্তনগর ট্রেনের টিকিট কালোবাজারীর মাধ্যমে সাধারণ যাত্রীদের কাছ থেকে টিকিট নেই বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। অপর দিকে প্রতি সপ্তাহে এ,সি,ও এবং টি,আই,সি ষ্টেশন পরিদর্শন করার কথা থাকলেও তারা পরিদর্শন করেন না। এ বিষয়গুলোর উপর উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া একান্ত প্রয়োজন।
সোমবার ২অক্টোবর নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি রেলষ্টেশনের বুকিং মাষ্টার ঢাকাগামী আন্ত নগর নীলসাগর ট্রেনের টিকিট ৪৯৫ টাকার বদলে যাত্রীদের কাজ থেকে বিভিন্ন কৌশলে ৬০০ টাকা হাতিয়ে নেওয়ার সময় এলাকা বাসীর কাজে হাতেনাতে ধরা পড়ে সত্যতা স্বীকার করে।এলাকাবাসী এ বিষয়ে ষ্টেশনের সরকারী অভিযোগ পত্রে একটি অভিযোগ দায়ের করেন।
উক্ত অভিযোগ সূত্রে জানাগেছে, চিলাহাটি রেল ষ্টেশনের বুকিং মাষ্টার আবু সাইদ প্রায় তিন মান পূর্বে চিলাহাটি ষ্টেশনে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি গোপনে বিভিন্ন আন্তনগর ট্রেনের টিকিট যাত্রীদের না দিয়ে সেই টিকিট চড়া দামে যাত্রীদের কাছে বিক্রি করে এরই প্রেক্ষিতে গতকাল ২অক্টোবর তারিখে ঢাকাগামী নীলসাগর ট্রেনের টিকিট কাটার জন্য রাত ৮টার দিকে ট্রেন যাত্রী মোঃআশিকুর রহমান ও খগেন চন্দ্র রায় টিকিট চাইলে বুকিং মাষ্টার আবু ছাইদ বলে টিকিট নেই তবে টিকিট প্রতি দুই শত টাকা বেশী দিলে টিকিট সংগ্রহ করে দাওয়া যাবে। এই দুই যাত্রী বিপদে পরে বুকিং মাষ্টারেরর কথা মত আশেকুর ২টি টিকিট ও গোপাল যায় ৪টি টিকিট প্রতিটি টিকিটের মূল্য ৪৯৫ টাকা বদলে ৬০০ টাকা করে নিয়ে কাউন্টার থেকে বের হওয়ার সময় এলাকাবাসী এই দুই যাত্রীকে নিয়ে কাউন্টারে গিয়ে টিকিট প্রতি বাড়তি টাকার কথা জিজ্ঞাসা বাদ করলে কাউন্টার থেকে বুকিং মাষ্টার পালানোর চেষ্টা করে অবশেষে এলাকাবাসী বিষয়টি নিয়ে ক্ষিপ্ত হয়ে উক্ত বুকিং মাষ্টারকে সুষ্ট বিচারের জন্য ৫ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। এ ব্যাপারে ষ্টেশন মাষ্টার আব্দুল মতিনের সাথে কথা বলা হলে তিনি জানান বুকিং মাষ্টার আবু সাইদ ও মাহফুজ যাত্রীদের কাছ থেকে টিকিট কাটার সময় ভাওতাবাজি করে বেশী টাকা নেওয়ার অভিযোগ আমার কাছেও আছে।অবশেষে এলাকাবাসী ষ্টেশনের সরকারী অভিযোগ পত্রে একটি অভিযোগ দায়ের করেন। উল্লেখিত চিলাহাটি রেল ষ্টেশনে ঢাকা গামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে টিকিট বরাদ্দ রয়েছে ৯৩টি অথচ সঠিক মূল্যে ৪০ জন ব্যক্তিও টিকিট পায় না। বুকিং মাষ্টোর ও তার সহযোগীরা বিভিন্ন আন্তনগর ট্রেনের টিকিট কালোবাজারীর মাধ্যমে সাধারণ যাত্রীদের কাছ থেকে টিকিট নেই বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। অপর দিকে প্রতি সপ্তাহে এ,সি,ও এবং টি,আই,সি ষ্টেশন পরিদর্শন করার কথা থাকলেও তারা পরিদর্শন করেন না। এ বিষয়গুলোর উপর উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া একান্ত প্রয়োজন।