গরুকে কুপিয়ে জখম
https://www.obolokon24.com/2017/09/thakurgaon_81.html
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
একটি গরুকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
এ
ঘটনায় মঙ্গলবার গরুর মালিক জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত
অভিযোগ করেছেন। অভিযোগে শহরের মুন্সিপাড়া এলাকার মৃত বাংরু বুড়ার ছেলে
জয়নুল (৫৫) কে আসামী করা হয়।
অভিযোগে
বলা হয়, গত সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শহরের মুন্সিপাড়া
এলাকায় বাসিন্দা জয়নুলের বাড়ীর পাশে একটি মাঠে ঘাস খাওয়ানোর জন্য একটি
গরুকে বেঁধে রাখেন গরু মালিক জাহাঙ্গীর আলম। এসময় জয়নুল হক প্তি হয়ে গরুটির
স্তনসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে।
গরুর
মালিক জাহাঙ্গীর আলম বলেন, আমি একজন দুগ্ধ খামারী। আমার একটি গরু জয়নুলের
বাড়ী পাশে মাঠে বেঁধে দেওয়ার কারণে সে আমার গরুটিকে কুপিয়ে জখম করে।
ঘটনার
সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান বলেন, এ ঘটনায়
জাহাঙ্গীর আলম থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত সাপেে আইনগত
ব্যবস্থা নেয়া হবে।