রোহিঙ্গা হত্যাকাণ্ড বন্ধের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিএনপির মানববন্ধন
https://www.obolokon24.com/2017/09/thakurgaon_8.html
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি:রোহিঙ্গা হত্যাকাণ্ড বন্ধ ও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরনার্থীদের প্রতি সরকারের মানবিক আচরণ করার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপির আয়োজনে শহরের সমবায় মার্কেটে ঘন্টাব্যাপি এই মানবন্ধন হয়।
জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এর সভাপতিত্বে মানববন্ধন উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী, ওবায়দুল্লাহ্ মাসুদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান, যুবদলের সভাপতি আবু নুর, জেলা ছাত্রদলের সভাপতি কায়েস সহ প্রমুখ।
এসময় সকল বক্তারা অবিলম্বে মায়নমারে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্মম হত্যাকাণ্ড বন্ধ ও বাংলাদেশ আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরনার্থী দের প্রতি মানবিক আচরণ করার জোর দাবি জানান।
উল্লেখ্য যে, মানববন্ধনে জেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও উপস্থিত ছিলেন।