ঠাকুরগাঁওয়ে ৮শ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্র‌তিনি‌ধি:
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী, রানীশংকৈল ও হরিপুর  উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৮শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও গ্রামীণফোনের আয়োজনে হরিপুর উপজেলার আমগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু। 

এসময় বক্তব্য দেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি মেহেদি হাসান, জেলা জাসদের সভাপতি রাজিউর রহমান, যুগ্ম প্রধান মোকারম হোসেন, রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এসএম সোলায়মান, রেড ক্রিসেন্ট ইউনিট কর্মকর্তা বজলুল করিম প্রমুখ। 

এর আগে রবিবার বিকেলে বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈল উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঠাকুরগাঁও ইউনিটের চেয়ারম্যান মুহা: সাদেক কুরাইশী। 

উল্লেখ্য, রানীশংকৈল উপজেলার কাশিপুর ও ধর্মগড় ইউনিয়নের ২৫০, বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের কাশুয়া খাদেমগঞ্জ গ্রামের ৭০ ও আমজানখোর ইউনিয়নের বেউঝাড়ি গ্রামে ১৮০ এবং হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নে ৩০০টি পরিবারের মাঝে ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি সুজি ও ১ কেজি লবণ বিতরণ করা হয়।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 1563409460782640303

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item