ডিএমপি কমিশনারকে কটূক্তি, ঠাকুরগাঁওয়ে যুবক আটক
https://www.obolokon24.com/2017/09/thakurgaon_5.html
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়াকে কটূক্তি করে
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট দেওয়ায় ঠাকুরগাঁওয়ে এক যুবককে আটক
করেছে পুলিশ।
সোমবার সকালে
বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কেরিয়াতী বেলহারা গ্রামের নিজ বাড়ি
থেকে তাকে আটক করা হয় বলে জানান ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ।
আটক
আলী আকতার (২৫) ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে। শিবিরের সক্রিয় কর্মী আলী
ঢাকায় ইবনে সিনা ফার্মায় ফার্মাসিস্ট হিসেবে চাকরি করেন বলে জানিয়েছে
পুলিশ।
পুলিশ সুপার বলেন,
গত বছরের ২৬ মে আলী আকতার ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার নামে
কুরুচিপূর্ণ একটি পোস্ট দেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছেন খবর পেয়ে
তাকে আটক করা হয়েছে।