ঠাকুরগাঁওয়ে গৃহকর্মীকে মারপিটের অভিযোগ

 আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
কাপড় ধুয়ে না দেয়ার ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকায় এক গৃহকর্মীকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে শহরের হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত গৃহকর্মী (৩৫) শহরের হাজীপাড়া বাসিন্দা । বর্তমানে ঐ গৃহকর্মী ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
গৃহকর্মী অভিযোগ করে বলেন, ঠাকুরগাঁওয়ে শহরের হাজীপাড়া এলাকার ঔষুধ ব্যবসায়ী আব্দুর রব চৌধুরীর বাড়ীতে দীর্ঘ ৬ বছর ধরে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিলেন তিনি। শুক্রবার দুপুরে কাপড় ধোয়া নিয়ে ওই ব্যবসায়ীর মেয়ে রুমুর সাথে তাঁর বাকবিতন্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ী অব্দুর রবসহ তাঁর পরিবারের লোকজন গৃহকর্মী বিলকিস বেগমকে বার্থরুমে নিয়ে গিয়ে বেধরক মারপিট করে।
পরে স্থানীয়দের সহযোগিতায় গৃহকর্মী ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসক জিন্নাত পারভীন বলেন, গৃহকর্মী বিলকিস বেগমের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক আমজাদ হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে গৃহকর্মী বিলকিস বেগমের কাছে ঘটনার সকল তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অভিযুক্ত ঔষুধ ব্যবসায়ী আব্দুর রব চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 4347706594766878152

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item