হরিপুরে ত্রাণ সামগ্রী বিতরণ
https://www.obolokon24.com/2017/09/thakurgaon_3.html
জে. ইতি হরিপুর, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার দুইশ বানভাসী মানুষদের মাঝে সমাজ সেবক জামাল আহমেদ এর ব্যক্তিগত অর্থায়ানে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আজ রবিবার সকাল ১০ টা থেকে খাদ্য সামগ্রী ক্ষতিগ্রস্থ্য পরিবারে মাঝে গিয়ে তুলে দেন তিনি। এসময়ে উপস্থিত ছিলেন, বদরুদোজা, মহেশ শিং, মুনসুর, কিবরিয়া, ইমরান, জুয়েল, সোহেল, আশরাফ, শামীম, তারেক, আনসার, পলাশ, এনামুলসহ প্রমুখ। উক্ত গরিব বন্ধু জামাল আহমেদ উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের বিরগড় এলাকার কৃতি সন্তান
ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার দুইশ বানভাসী মানুষদের মাঝে সমাজ সেবক জামাল আহমেদ এর ব্যক্তিগত অর্থায়ানে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আজ রবিবার সকাল ১০ টা থেকে খাদ্য সামগ্রী ক্ষতিগ্রস্থ্য পরিবারে মাঝে গিয়ে তুলে দেন তিনি। এসময়ে উপস্থিত ছিলেন, বদরুদোজা, মহেশ শিং, মুনসুর, কিবরিয়া, ইমরান, জুয়েল, সোহেল, আশরাফ, শামীম, তারেক, আনসার, পলাশ, এনামুলসহ প্রমুখ। উক্ত গরিব বন্ধু জামাল আহমেদ উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের বিরগড় এলাকার কৃতি সন্তান