ঠাকুরগাঁওয়ে পুন:ময়নাতদন্তে ১১ মাস পর লাশ উত্তোলন
https://www.obolokon24.com/2017/09/thakurgaon_13.html
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও পৌরশহরের নিশ্চিন্তপুর গ্রামের অটো চালক আল মামুন হত্যার মামলার পুন:ময়নাতন্তে ১১ মাস পর লাশ উত্তোলন করা হয়েছে।
মঙ্গলবার
বেলা ১২টায় নিশ্চিন্তপুর গোরস্থান থেকে তার লাশ তোলা হয়। এ সময় নির্বাহী
ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও
জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নিহত আল মামুনের ভাই সাদেকুল ইসলাম মামলার
ময়নাতদন্তের রিপোর্টের নারাজী দিলে গত ২১ আগষ্ট ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চীফ
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোল্লা সাইফুল ইসলাম মামুনর মর দেহের
পুন:ময়নাতদন্তের আদেশ দেন। আদেশে দিনাজপুর অথবা রংপুর মেডিকেল কলেজ থেকে
পুন:ময়নাতন্তের রিপোর্ট আগামী ২৪ অক্টোররের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ
দেয়।
২০১৬ সালের ২৫ আগষ্ট জমি সংক্রান্ত বিরোধের জেরে
নিশ্চিন্তপুর গ্রামের প্রতিবেশি রতনের লাঠির আঘাতে মারা যায় অটো চালক আল
মামুন। এ ঘটনায় নিহতের ভাই সাদেকুল বাদি হয়ে রতনসহ ১২জনের নামে হত্যা মামলা
দায়ের করে। ময়নাতন্তে লাঠির আঘাতে নয় হার্টএ্যাটাকে মারা যাওয়ার রিপোর্ট
দিলে তা প্রত্যাখান করে মামুনের পরিবার।