তেঁতুলিয়ায় ভ্রাম্যমান চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
https://www.obolokon24.com/2017/09/tetulia.html
মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলার ৫নং বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদে ভ্রাম্যমান চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯:০০ ঘটিকা নাগাত শুরু করে দুপুর ২.০০ ঘটিকা পর্যন্ত কার্যক্রম চলে।
৫নং বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: তারেক হোসেন-এর সহযোগিতায় উক্ত ভ্রাম্যমান চক্ষু চিকিৎসা ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। ক্যাম্পটির আয়োজন করেন, গ্রামীণ চক্ষু হাসপাতাল, পঞ্চগড় রোড, সালন্দর, ঠাকুরগাঁও। এতে টিমটি ৭ জন সদস্য বিশিষ্ট ছিল।
গ্রামীণ চক্ষু হাসপাতাল ডা. মো: এমদাদুল হক কবির জানান, আমরা গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেস লি: আওতাধীন গ্রামীণ চক্ষু হাসপাতাল আয়োজনে গরীব-দুখি সকল শ্রেণির মানুষের কাছে স্বল্প সময়ে বিনা মূল্যে চোখ দেখা এবং প্রেসক্রিপশন করিয়ে দিচ্ছি অত:পর যাদের চোখ ছানি পড়েছে তাদের কম টাকায় অর্থ্যাৎ ২ হাজার টাকায় ছানি অপারেশন এবং থাকা-খাওয়াসহ যাবতীয় ব্যবস্থা গ্রহন করেছে গ্রামীণ চক্ষু হাসপাতাল।
অপরদিকে ৫নং বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: তারেক হোসেন জানান, যেহেতু তেঁতুলিয়া উপজেলায় চক্ষু চিকিৎসার সে ধরণের কোন ব্যবস্থা নেই তাই চক্ষু শিবির ক্যাম্পের ব্যবস্থা করেছি।
চেয়ারম্যান আরো জানান, আমি চক্ষু শিবির ক্যাম্পের আয়োজন করাতে আবেদা বেগম, স্বামী মৃত তহিদুল হক, বর্তমান গ্রাম- কাটাপাড়া, স্থায়ী- খয়কাট পাড়া নামীয় বৃদ্ধা মহিলাটিকে আমার সুপারিশে ফ্রি চিকিৎসা করার ব্যবস্থা করেছি।
অন্যদিকে চক্ষু সেবা গ্রহনকারী ব্যক্তি মো: আব্দুল জব্বার (এম.আর.নং-৫০৭২) জানান, আমার চোখ ভালভাবে পরীক্ষা-রিরীক্ষা করলে আমার ছানি অপারেশন করার পরামর্শ প্রদান করে।
পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলার ৫নং বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদে ভ্রাম্যমান চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯:০০ ঘটিকা নাগাত শুরু করে দুপুর ২.০০ ঘটিকা পর্যন্ত কার্যক্রম চলে।
৫নং বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: তারেক হোসেন-এর সহযোগিতায় উক্ত ভ্রাম্যমান চক্ষু চিকিৎসা ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। ক্যাম্পটির আয়োজন করেন, গ্রামীণ চক্ষু হাসপাতাল, পঞ্চগড় রোড, সালন্দর, ঠাকুরগাঁও। এতে টিমটি ৭ জন সদস্য বিশিষ্ট ছিল।
গ্রামীণ চক্ষু হাসপাতাল ডা. মো: এমদাদুল হক কবির জানান, আমরা গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেস লি: আওতাধীন গ্রামীণ চক্ষু হাসপাতাল আয়োজনে গরীব-দুখি সকল শ্রেণির মানুষের কাছে স্বল্প সময়ে বিনা মূল্যে চোখ দেখা এবং প্রেসক্রিপশন করিয়ে দিচ্ছি অত:পর যাদের চোখ ছানি পড়েছে তাদের কম টাকায় অর্থ্যাৎ ২ হাজার টাকায় ছানি অপারেশন এবং থাকা-খাওয়াসহ যাবতীয় ব্যবস্থা গ্রহন করেছে গ্রামীণ চক্ষু হাসপাতাল।
অপরদিকে ৫নং বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: তারেক হোসেন জানান, যেহেতু তেঁতুলিয়া উপজেলায় চক্ষু চিকিৎসার সে ধরণের কোন ব্যবস্থা নেই তাই চক্ষু শিবির ক্যাম্পের ব্যবস্থা করেছি।
চেয়ারম্যান আরো জানান, আমি চক্ষু শিবির ক্যাম্পের আয়োজন করাতে আবেদা বেগম, স্বামী মৃত তহিদুল হক, বর্তমান গ্রাম- কাটাপাড়া, স্থায়ী- খয়কাট পাড়া নামীয় বৃদ্ধা মহিলাটিকে আমার সুপারিশে ফ্রি চিকিৎসা করার ব্যবস্থা করেছি।
অন্যদিকে চক্ষু সেবা গ্রহনকারী ব্যক্তি মো: আব্দুল জব্বার (এম.আর.নং-৫০৭২) জানান, আমার চোখ ভালভাবে পরীক্ষা-রিরীক্ষা করলে আমার ছানি অপারেশন করার পরামর্শ প্রদান করে।