মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে সৈয়দপুরে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে সৈয়দপুরে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। আহ্লে সুন্নাত ওয়াল জামাআত নীলফামারী জেলা শাখার উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আজ (শুক্রবার) জুম্মার নামাজ শেষে  বিভিন্ন মসজিদ থেকে মুসল্লীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের জিআরপি স্মৃতি অম্লান চত্বরে জড়ো হয়।
 পরে সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  জিআরপি স্মৃতি অম্লান চত্বরে গিয়ে শেষ হয়। এর পর সেখানে এক প্রতিবাদ সভা হয়েছে।
আলহাজ্ব আফতাব আলম জুবায়ের এমাদি’র সভাপতিত্বে ওই প্রতিবাদ সভা হয়।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুফতি মাওলানা মো. নজরুল ইসলাম আশরাফী, মাওলানা রিজ্বওয়ান আল কাদেরী, মাওলানা মঈনুল ইসলাম আল কাদেরী, মাওলানা মোহাম্মদ আলী মিজবাহী আশরাফী, আহ্লে সুন্নাত ওয়াল জামাআতের মো. খালিদ আজম ও হাফেজ মাওলানা মো. জাকির।

পুরোনো সংবাদ

নীলফামারী 1237794652263135872

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item