রংপুর বিভাগে প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হলেন জোবায়দুর রহমান শাহীন

 তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুর শহরের বাঁশবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এস.এম.সি) সভাপতি জোবায়দুর রহমান শাহীন এবারও রংপুর বিভাগের শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হয়েছেন। গত ১৬ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয় তার মনোনীত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে।
জাতীয় শিক্ষা পদকের এ প্রতিযোগিতা মোট ১৮টি ক্যাটাগরিতে প্রতি বছর অনুষ্ঠিত হয়।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও ব্যবস্থাপনার উন্নয়নে বিশেষ অবদান রাখায় জাতীয় শিক্ষা পদক  ’১৬ প্রতিযোগিতায় তাঁকে শ্রেষ্ঠ সভাপতির স্বীকৃতি দেয়া হয়। বিশেষ করে ওই বিদ্যালয়ে শহীদ মিনার, পতাকা স্তম্ভ, ছাদ বাগান, নিয়মিত স্কুল বার্ষিকী প্রকাশনা, দেয়ালিকা প্রকাশ নজর কাড়ে দেশব্যাপী। এছাড়াও প্রাথমিক শিক্ষার ওপর এস.এম.সি সভাপতি শাহীনের লেখা ‘নির্বাচিত সংকলন’ বইটি অন্যান্য প্রতিযোগীকে পিছনে ফেলে এগিয়ে যান তিনি।
ইতোপূর্বে বিগত বছরেও শাহীন রংপুর বিভাগের শ্রেষ্ঠ এস.এম.সি সভাপতি হিসেবে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে।
রংপুর বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার আগে তিনি সৈয়দপুর উপজেলা ও নীলফামারী জেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হন। শহরের বিভিন্ন ক্রীড়া-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথেও ওতোপ্রোতভাবে জড়িত শাহীন।
বিভাগীয় পর্যায়ের এ সাফল্য অর্জন করায় তাঁকে অভিনন্দিত করেছেন প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপ-পরিচালক জনাব মাহবুব এলাহী, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বজলুর রশীদ, উপজেলা শিক্ষা অফিসার মো. জাকিরুল হাসান, বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, সাংবাদিক ও শুভানুধ্যায়ীবৃন্দ।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 1484891510070471643

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item