মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে সৈয়দপুরে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন
https://www.obolokon24.com/2017/09/saidpur_14.html
তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
মিয়ানমারের রাখাইন প্রদেশে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের নির্যাতন ও নৃশংস গণহত্যার প্রতিবাদে সৈয়দপুর শহরে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সৈয়দপুর উপজেলা শাখার উদ্যোগে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে শহীদ ডা. জিকরুল হক সড়কে আয়োজিত মানববন্ধনে ওয়ার্কার্স পার্টি , তূণমূল উদ্যোক্তা সোসাইটি ছাড়াও এর সহযোগী অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সৈয়দপুর উপজেলা শাখার সম্পাদক রুহুল আলম মাষ্টার, শেখ ফজলুর হক বাবলু, বাংলাদেশ যুবমৈত্রী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিমাংশু মিত্র, বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মো. মোতালেব হোসেন, যুব মৈত্রীর সৈয়দপুর শাখার সভাপতি মো. আশরাফুল আলম ও ছাত্র মৈত্রী সৈয়দপুর কলেজ শাখার সভাপতি তৌহিদুল ইসলাম লিমন প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ করতে বিশ্বের সব দেশকে একযোগে এগিয়ে আসার আহবান জানান। নির্যাতনের হত্যা মুখে প্রাণভয়ে যারা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে, দ্রুত তাদের ফিরিয়ে নিতে বিশ্ব সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি জন্য আহবান জানানো হয়েছে। পাশপাশি কফি আনানের সুপারিশ পূর্ণাঙ্গ বাস্তবায়ন পূর্বক রোহিঙ্গাদের অবিলম্বে মিয়ানমারে পুনর্বাসন করতে হবে।
মিয়ানমারের রাখাইন প্রদেশে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের নির্যাতন ও নৃশংস গণহত্যার প্রতিবাদে সৈয়দপুর শহরে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সৈয়দপুর উপজেলা শাখার উদ্যোগে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে শহীদ ডা. জিকরুল হক সড়কে আয়োজিত মানববন্ধনে ওয়ার্কার্স পার্টি , তূণমূল উদ্যোক্তা সোসাইটি ছাড়াও এর সহযোগী অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সৈয়দপুর উপজেলা শাখার সম্পাদক রুহুল আলম মাষ্টার, শেখ ফজলুর হক বাবলু, বাংলাদেশ যুবমৈত্রী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিমাংশু মিত্র, বাংলাদেশ ছাত্র মৈত্রী কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মো. মোতালেব হোসেন, যুব মৈত্রীর সৈয়দপুর শাখার সভাপতি মো. আশরাফুল আলম ও ছাত্র মৈত্রী সৈয়দপুর কলেজ শাখার সভাপতি তৌহিদুল ইসলাম লিমন প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ করতে বিশ্বের সব দেশকে একযোগে এগিয়ে আসার আহবান জানান। নির্যাতনের হত্যা মুখে প্রাণভয়ে যারা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে, দ্রুত তাদের ফিরিয়ে নিতে বিশ্ব সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি জন্য আহবান জানানো হয়েছে। পাশপাশি কফি আনানের সুপারিশ পূর্ণাঙ্গ বাস্তবায়ন পূর্বক রোহিঙ্গাদের অবিলম্বে মিয়ানমারে পুনর্বাসন করতে হবে।