সৈয়দপুরে যুবককে জবাই করে হত্যার চেষ্টা
https://www.obolokon24.com/2017/09/saidpur_11.html
ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১১ সেপ্টেম্বর॥
জাহাঙ্গীর (২৮) নামে এক যুবককে রাতের আধাঁরে কৌশলে ঘর হতে ডেকে নিয়ে পুকুর ধারে জবাই করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটে গতকাল রবিবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর শহরের বিসিক শিল্প নগরী এলাকায়।
পরে যুবকের চিৎকার শুনে স্থানিয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক আহতের সংকটাপন্ন অবস্থা দেখে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে।
আহতের পিতা আলাউদ্দিন জানান, আমরা শহরের ৭ নম্বর নন ষ্টান্ডার্ড পাকিস্তানি ক্যা¤েপ বসবাস করি। আলী হোসেনের লেদ মেশিনে কাজ করে আমার ছেলে জাহাঙ্গীর। ঘটনার দিন রাতে কাজ শেষে বাড়ি আসার পর তার পরিচিত কয়েকজন যুবক ঘর হতে তাকে ডেকে নিয়ে যায়। এরপর বিসিকের পিছনে তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার চেষ্টা করে।
তবে আহতকে উদ্ধারকারিরা বলছে, এটি মুলত নারীঘটিত ঘটনার জের। যা আহতের জ্ঞান অবস্থায় কারা এ কাজ করেছে তা সে তাদের কাছে প্রকাশ করেছে।
সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম বলেন, ঘটনাটি জেনেছি। এখনো লিখিত কিংবা মৌখিক কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
জাহাঙ্গীর (২৮) নামে এক যুবককে রাতের আধাঁরে কৌশলে ঘর হতে ডেকে নিয়ে পুকুর ধারে জবাই করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটে গতকাল রবিবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর শহরের বিসিক শিল্প নগরী এলাকায়।
পরে যুবকের চিৎকার শুনে স্থানিয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক আহতের সংকটাপন্ন অবস্থা দেখে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে।
আহতের পিতা আলাউদ্দিন জানান, আমরা শহরের ৭ নম্বর নন ষ্টান্ডার্ড পাকিস্তানি ক্যা¤েপ বসবাস করি। আলী হোসেনের লেদ মেশিনে কাজ করে আমার ছেলে জাহাঙ্গীর। ঘটনার দিন রাতে কাজ শেষে বাড়ি আসার পর তার পরিচিত কয়েকজন যুবক ঘর হতে তাকে ডেকে নিয়ে যায়। এরপর বিসিকের পিছনে তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার চেষ্টা করে।
তবে আহতকে উদ্ধারকারিরা বলছে, এটি মুলত নারীঘটিত ঘটনার জের। যা আহতের জ্ঞান অবস্থায় কারা এ কাজ করেছে তা সে তাদের কাছে প্রকাশ করেছে।
সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম বলেন, ঘটনাটি জেনেছি। এখনো লিখিত কিংবা মৌখিক কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।