সৈয়দপুরে পথনাটক বায়োস্কোপ মঞ্চস্থ
https://www.obolokon24.com/2017/09/saidpur_10.html
তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :
সৈয়দপুর পৌর শহরে নাট্য কর্মশালা ভিত্তিক পথনাটক “বায়োস্কোপ” মঞ্চস্থ হয়েছে। স্থানীয় রেলওয়ে শহীদ স্মৃতি পার্কে গত শনিবার বিকেলে ওই পথ নাটকটি মঞ্চায়িত হয়। নব গঠিত নাট্য সংগঠন “থিয়েটার সৈয়দপুর” নাটকটি মঞ্চায়নের আয়োজন করে। নাটকটির পরিচালনা ও নিদের্শনায় ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও পাক্ষিক আনন্দ আলো পত্রিকার সম্পাদক রেজানুর রহমান। নাটকটিতে পরিচালক ও নিদের্শক রেজানুর রহমান ছাড়াও আমিরুল হক আরমান, খলিলুর রহমান খলিল, আসমা খাতুন, আব্দুল জলিল, প্রিয়াংকা চৈত্রী, সাবিহা আফরিন একুশি, জান্নাতুল ফেরদৌস জান্নাতি, টিটু, হীরা শর্মা, মমিনুল ইসলাম, সজীব ও কিশোরসহ ২০ জন নাট্যকর্মী অভিনয় করেন। নাটকটিতে আবহ সংগীতে ছিলেন মামুনুর রহমান রাজু।
সৈয়দপুর শহরের বিভিন্ন শ্রেণী ও পেশার বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেন।
নাটকটি শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য দেন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তুহিন ওয়াদুদ, ঠাকুরগাঁও জেলা অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হক, সুধীজন রুহুল আলম মাষ্টার, সাংবাদিক নজরুল ইসলাম, সাংবাদিক সাকির হোসেন বাদল, সৈয়দপুরের বিশিষ্ট কথাসাহিত্যিক আকমল সরকার রাজু, নাট্য কর্মী সিরাজুল ইসলাম চন্দন ও পরিচালক রেজানুর রহমান।
সৈয়দপুর পৌর শহরে নাট্য কর্মশালা ভিত্তিক পথনাটক “বায়োস্কোপ” মঞ্চস্থ হয়েছে। স্থানীয় রেলওয়ে শহীদ স্মৃতি পার্কে গত শনিবার বিকেলে ওই পথ নাটকটি মঞ্চায়িত হয়। নব গঠিত নাট্য সংগঠন “থিয়েটার সৈয়দপুর” নাটকটি মঞ্চায়নের আয়োজন করে। নাটকটির পরিচালনা ও নিদের্শনায় ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও পাক্ষিক আনন্দ আলো পত্রিকার সম্পাদক রেজানুর রহমান। নাটকটিতে পরিচালক ও নিদের্শক রেজানুর রহমান ছাড়াও আমিরুল হক আরমান, খলিলুর রহমান খলিল, আসমা খাতুন, আব্দুল জলিল, প্রিয়াংকা চৈত্রী, সাবিহা আফরিন একুশি, জান্নাতুল ফেরদৌস জান্নাতি, টিটু, হীরা শর্মা, মমিনুল ইসলাম, সজীব ও কিশোরসহ ২০ জন নাট্যকর্মী অভিনয় করেন। নাটকটিতে আবহ সংগীতে ছিলেন মামুনুর রহমান রাজু।
সৈয়দপুর শহরের বিভিন্ন শ্রেণী ও পেশার বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেন।
নাটকটি শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য দেন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তুহিন ওয়াদুদ, ঠাকুরগাঁও জেলা অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হক, সুধীজন রুহুল আলম মাষ্টার, সাংবাদিক নজরুল ইসলাম, সাংবাদিক সাকির হোসেন বাদল, সৈয়দপুরের বিশিষ্ট কথাসাহিত্যিক আকমল সরকার রাজু, নাট্য কর্মী সিরাজুল ইসলাম চন্দন ও পরিচালক রেজানুর রহমান।