প্রতিদিন গড়ে ১৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে: জাতিসংঘ

ডেস্ক-
মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতা শুরুর পর প্রতিদিন গড়ে ১৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। শনিবার এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, ২৫ আগস্ট রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনী অভিযান শুরু করার পর এ পর্যন্ত ৪ লাখ ৯ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ হিসাবে গড়ে প্রতিদিন বাংলাদেশে ঢুকেছে ১৮ হাজার রোহিঙ্গা।

আলজাজিরা অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, বাংলাদেশের মিয়ানমার সীমান্তবর্তী কক্সবাজার জেলায় আগেই আশ্রয় নিয়ে আছে ৩ লাখের বেশি রোহিঙ্গা। এরই মধ্যে নতুন করে রোহিঙ্গাদের ঢল নামায় আশ্রয়প্রত্যাশীদের সার্বিক পরিস্থিতি নাজুক হয়ে পড়ছে।

আলজাজিরার খবরে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন। বৃহস্পতিবার সাধারণ অধিবেশনে তিনি রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরবেন। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান রাখবেন তিনি।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান আগেই বলেছেন, রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘জাতিগত নিধন’ চালাচ্ছে মিয়ানমার। জাতিসংঘের মহাসচিবও একই কথা বলেছেন। কিন্তু তারপরও রোহিঙ্গাদের বিরুদ্ধে বর্বর অভিযান বন্ধ করছে না দেশটি।

এ অবস্থায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরে সংকট সমাধানের পথ খুঁজতে চাইছে বাংলাদেশ।

পুরোনো সংবাদ

প্রধান খবর 3159275773525400839

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item