রোহিঙ্গা সংকট: ঢাকা আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
https://www.obolokon24.com/2017/09/rohinga.html
রোহিঙ্গা ইস্যুতে আলোচনার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বাংলাদেশে আসছেন। আগামী বৃহস্পতিবার তিনি ঢাকা পৌঁছাবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের এক কর্মকর্তা মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে জানান, সফরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। এজন্য তিনি কক্সবাজারের সীমান্ত এলাকায় যাবেন।
মেভলুত চাভুসওগ্লু’র সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীও কক্সবাজার যাবেন বলে জানান ওই কর্মকর্তা।
এর আগে গত ১ সেপ্টেম্বর রাতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান টেলিফোনে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদদের সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে রাখাইন থেকে পালিয়ে আসা সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের খোঁজখরব নেন।
এছাড়া ওইদিন রোহিঙ্গাদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট। এতে তিনি রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হচ্ছে বলে দাবি করেন।
একই দিন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলু বাংলাদেশের প্রতি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার আহ্বান জানান।
একই সঙ্গে তিনি জানান, আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ভরণপোষণের সব খরচ দিতে তার দেশ রাজি আছে।