পীরগাছায় বেড়ি বাঁধ নির্মানের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফজলুর রহমান,পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছার দুটি ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীতে বেড়ি বাঁধ নির্মানের দাবিতে গতকাল সোমবার দুপুরে ২ শতাধিক এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এসময় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।
জানা গেছে, উপজেলা ছাওলা ও তাম্বুলপুর ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তা নদী বেষ্ঠিত কুড়িগ্রামের উলিপুর উপজেলার নাগড়াকুড়া হতে তিস্তা নদীর মধ্য অংশ পর্যন্ত বেক্সিমকো পাওয়ার কোম্পানীর তত্ত্বাবধানে অপরিকল্পিত ভাবে বেড়ি বাঁধ নির্মানের জন্য জমি অধিগ্রহন করা হয়। এদিকে ওই বেড়ি বাঁধটি নির্মাণ হলে নদীর গতি পথ পরিবর্তন হয়ে জনবহুল পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের চর ছাওলা  ও তাম্বুলপুর ইউনিয়নের রহমত চরসহ কয়েকটি গ্রামের মানুষ তিস্তা নদী ভাঙ্গনের মুখে পড়বে। এছাড়াও ওই কোম্পানী ৭শ একর জমি অধিগ্রহন করলেও আরো ২শ একর জমি কৃষকদেও নিকট থেকে জোরপূর্বক দখলে নিতে পায়তারা করছে বলে এলাকাবাসী অভিযোগ করছে। ফলে উপজেলার ছাওলা ও তাম্বুলপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের ২ শতাধিক মানুষ ওই প্রকল্পের সামনে সাহেব বাজার থেকে ৫ কিলোমিটার পর্যন্ত বেড়ি বাঁধ নির্মানের জন্য গতকাল সোমবার দুপুরে পীরগাছা উপজেলা চত্ত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এসময় বক্তব্য দেন, সাবেক ইউপি সদস্য ও স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম, পশু চিকিৎসক মাহবুবার রহমান, সমাজ সেবক আব্দুস সালাম প্রমুখ। এসময় বক্তাগণ বলেন, তাম্বুলপুর ইউনিয়নের সাহেব বাজার হতে আবাসন প্রকল্প পর্যন্ত ৫ কিঃমি বেড়ি বাঁধ নির্মান না করে নদীর গতিপথ পরিবর্তনের চেষ্টা করা হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। পরে সমাবেশ থেকে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।

পুরোনো সংবাদ

রংপুর 1626928564894153087

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item